পাবনার সুজানগরে জমে উঠেছে কোরবানির পশুর হাট। ঈদের দিন যত ঘনিয়ে আসছে উপজেলার হাট-বাজারে ততবেশি কোরবানির পশু আমদানি হচ্ছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, এ বছর নির্দিষ্ট তিনটি পশুর হাট ছাড়াও আরো দু’টি হাট-বাজারসহ মোট পাঁচটি স্থানে কোরবানির পশুর হাট বসানো হয়েছে। হাট-বাজারগুলো হলো চিনাখড়া, রাইপুর, শ্যামগঞ্জ, সাতবাড়ীয়া ও মানিকহাট পশুর হাট। ঈদের এখনও বেশ কয়েকদিন বাকি থাকলেও ওই সকল হাট-বাজারে প্রচুর পরিমাণে গরু, ছাগল ও মহিষ উঠছে। স্থানীয় গৃহস্থদের পাশা-পাশি কোরবানির পশু ব্যবসায়ীরাও হাট-বাজারে গরু, ছাগল ও মহিষ নিয়ে আসছেন। তবে অধিকাংশ হাট-বাজারে ক্রেতার চেয়ে বিক্রেতা বেশি। রাইপুর হাটে গরু নিয়ে আসা গৃহস্থ আফসার আলী বলেন চারটি গরু নিয়ে হাটে আসছিলাম। কিন্তু ক্রেতার অভাবে একটি গরুও বিক্রি করতে পারি নাই। একই বাজারে বিশাল দু’টি ষাড় গরু নিয়ে আসা গৃহস্থ আবদুল বাতেন বলেন বাজারে ষাড় দু’টি নিয়ে আসার পর শত শত মানুষ এক নজর দেখার জন্য ভীড় করেছে। কিন্তু কেউ তেমন দাম বলেনি। ২/১জন ক্রেতা দাম বললেও তা লালন-পালন খরচের চেয়ে অনেক কম। ফলে তিনি ষাড় দু’টি বিক্রি না করে ফিরিয়ে নিয়ে যান। তবে হাট ইজারাদার মিলন বলেন ঈদের ৩/৪দিন আগে কোরবানির পশুর চাহিদা এবং দাম বৃদ্ধি পাবে। কেননা এখনও সময় হাতে থাকায় ক্রেতারা পশু না কিনে হাট-বাজার ঘুরে বাজার যাচাই করছেন।