প্রধানমন্ত্রী ও শিক্ষা মন্ত্রীর বরাবরে শিক্ষকদের শরীরের তাজা রক্ত দিয়ে লেখা স্মারকলিপি প্রদান করা হয়েছে। জাতীয় শিক্ষক কর্মচারী সমিতির বিভাগীয় ফেডারেশনের আয়োজনে মঙ্গলবার সকালে এ উপলক্ষে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষার গুনগত মান উন্নয়নে শিক্ষা জাতীয়করণের বিকল্প নাই। শ্লোগানকে সামনে রেখে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ ও আসন্ন ঈদ-উল-আযহার পূর্বেই বেসরকারি শিক্ষক কর্মচারীদের শতভাগ পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদানের দাবিতে সকাল ১০ থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত নগরীর অশি^নী কুমার টাউন হল চত্বরে এসব কর্মসূচি পালন করা হয়েছে।
ফেডারেশনের প্রধান সমন্বয়কারী অধ্যাপক মহসিন-উল-ইসলাম হাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেছেন, শিক্ষাক্ষেত্রে সরকারি ও বেসরকারিখাতে বিরাজমান বৈষম্য দূর করে শিক্ষার মান উন্নয়নে দ্রুত বেসরকারি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ ও পূর্ণাঙ্গ উৎসব ভাতা এবং শতভাগ ঘড়ভাড়া প্রদান করতে হবে।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম, আমিনুর রহমান খোকন, অধ্যাপক গৌরঙ্গ চন্দ্র কুন্ডু, উপাধাক্ষ আনায়ারুল হক, প্রধানশিক্ষক মোঃ শাহ আলম, নুরুল হক প্রমুখ। শেষে জেলা প্রশাসক দপ্তরের মাধ্যমে শিক্ষক নেতৃবৃন্দের রক্ত দিয়ে লেখা স্মারকলিপি প্রদান করা হয়।