‘এক-এক বার বন্যা আয় আর মোগো সবকিছু লইয়া যায়, এবার গো ঘূর্ণিঝড়ে মোগো থাকার একমাত্র সম্বল এটাও লইয়া গেলো, মোরা অসহায় মোদের কেউ খোঁজ খবর রাখে না’, আক্ষেপ করে কথাগুলো বলেন ঘূর্ণিঝড়ের সব হারিয়ে নিঃস্ব মনসুরা বেগম। পিরোজপুরের কাউখালীতে এক অসহায় দিনমজুর পরিবার ঘূর্ণিঝড়ে সব হারিয়ে বাসের চাটাই দিয়ে পলিথিন দিয়ে ঘর তৈরি করে মানবতারের জীবন যাপনের সাথে বসবাস করছে।
সরজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের দক্ষিণ শিয়ালকাটি গ্রামের ডরের বাড়ির সিকান্দার হাওলাদারের দিনমজুর ছেলে ফুয়াদ হোসেনের (৫০) মাথা গোজার একমাত্র সম্বল ছোট্ট ঘরটি ঘূর্ণিঝড় রিমালে গাছ পড়ে সম্পূর্ণ বিধস্ত হয়ে মাটির সাথে মিশে আছে। থাকার মতো তাদের কোন স্থান না থাকায়। পাশের খোলা জায়গায় কোন মতে বাসের চাটাই ও পলিথিন দিয়ে ছোট ঝুপড়ি ঘর তৈরি করে দিনমজুর ফুয়াদ তার স্ত্রী ও সাত সন্তান নিয়ে কোনমতে রাত যাপন করছে। তাও আবার বাতাস হলে পলিথিন ছিড়ে যাচ্ছে, বৃষ্টি হলে পানি পড়ছে।ভাগ্যের পরিহাসে ঘূর্ণিঝড়ে তার থাকার শেষ আশ্রয়টুকু ঘরটিও ভেঙ্গেচুরে যাওয়ায় মানুষের দ্বারে দ্বারে ঘুরছে সাহায্যের জন্য।
প্রতিদিনও পেট ভরে খেতে পায় না এই পরিবারটি কোনমতে অর্ধহারে অনাহারে দিন কাটাচ্ছে এই দিনমজুর পরিবারটি। অসহায় ফুয়াদ হোসেন বলেন, ‘আমার সংসারে স্ত্রী ও সাত ছেলে মেয়ে রয়েছে। দুই মেয়ে স্থানীয় জোলাগাতি ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় ষষ্ঠ ও পঞ্চম শ্রেণীতে পড়ে, দুই ছেলে স্থানীয় ফলোইবুনিয়া নূরানী মাদ্রাসায় লেখাপড়া করে। ছেলে-মেয়েদের লেখাপড়া খরচ চালাতে আমাকে খুব হিমশিম খেতে হচ্ছে। মানুষের বাড়িতে যেদিন কাজ করতে পারি সেদিন সংসারে কোনমতে খাবার খেতে পারি। কাজ না করলে ঘরের চুলা বন্ধ থাকে। এই অভাবের সংসারে কিভাবে ঘর মেরামত করবো। আমার মাত্র ৬ শতাংশ জায়গা রয়েছে, সরকার যদি ঘর তৈরি করে দিত তাহলে ছেলেমেয়ে নিয়ে নিরাপদে থাকতে পারতাম। তাই কোন সহযোগিতা না পেয়ে মানুষের কাছে চেয়ে পলিথিন দিয়ে ঘর তৈরি করে তার ভিতরে বসবাস করছি’।
দিনমজুর ফুয়াদ এর মাদ্রাসা পড়ুয়া কন্যা আসমা বলেন, ‘মোগো ঘর-বাড়ী নাই, ঘরে খাবার নাই, ঘূর্ণিঝড় বন্যায় মোগো বই, খাতা সব নষ্ট হয়ে গেছে। মোগো মনে হয় আর লেখাপড়া করা হবে না। মোরা কোথায় থাকমু কি খামু একমাত্র আল্লাহই ভাল জানে। মোগো এই গরিব গো খবর কেউ রাহেনা। ঘূর্ণিঝড়ের পরে মাত্র ১০ কেজি চাল, এক কেজি ডাল, ২ কেজি আলু ও এক কেজি তেল পাইছি’।
স্থানীয় মুরুব্বী ফজলুর শিকদার ও বাবুল হাওলাদার বলেন ‘এই অসহায় পরিবারটি খুবই কষ্টের ভিতর দিন যাপন করছে। সমাজের বিত্তবানরা যদি তার পাশে এসে একটু দাঁড়ায় তাহলে তারা ঘুরে দাঁড়াতে পারে’।
স্থানীয় মেম্বার রনি জানান, ‘আমি ক্ষতিগ্রস্ত ফুয়াদ হোসেনের বাড়িতে গিয়েছি এবং বাস্তবে অসহায় পরিবারটির ঘর উঠাবার কোন সামর্থ্য নেই’।
এ ব্যাপারে শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমান বলেন, ‘আমি স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে ওই পরিবারটির খোঁজখবর নিয়েছি এবং ঘরের তালিকা তৈরি করেছি যতদূর সম্ভব সহযোগিতা করব’।
কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা বলেন, ‘আমি পরিবারটির খোঁজখবর রাখছি সরকারিভাবে ঘর বরাদ্দ হলে তাকে সাহায্য করা হবে’।