ঘোড়াঘাট কৃষি অধিদপ্তর আয়োজিত স্মার্ট বাংলাদেশ গঠনে কৃষি প্রযুক্তির ব্যবহারে দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়। সমবার দুপুরে ঘোড়াঘাট কৃষি অফিস মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় স্থানীয় ২৫ জন সংবাদকর্মী অংগ্রহন করেন। অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন ঘোড়াঘাট উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রফিকুজ্জামান, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কৃষি সম্প্রসারন অফিসার খাদিজাতুন কোবরা। প্রধান আলোচক বলেন সরকার স্মার্ট বাংলাদেশ গঠনে কৃষির জোড়ালো ভুমিকা রেখেছেন। আর এই কারনেই স্মার্ট বাংলাদেশে স্মার্ট কৃষি প্রযুক্তির উপর কৃষি অধিদপ্তর কৃষকদের স্মার্ট এ্যাপ ব্যবহারের জন্য বিভিন্ন প্রশিক্ষনের ব্যবস্থা করে থাকে।