স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভূমি উন্নত ও দক্ষ ব্যবস্থাপনা এবং সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করণের মাধ্যমে জনগনকে ভুমি বিষয়ক সকল সেবা প্রদান করে তাদের অর্থনৈতিক উন্নয়ন ও দারিদ্র বিমোচন ভূমি মন্ত্রণালয়ের প্রধান লক্ষ্য হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পালিত হচ্ছে ভূমি সেবা সপ্তাহ-২০২৪। শনিবার থেকে শুরু হওয়া ভূমিসেবা সপ্তাহে নানা কর্মসূচি গ্রহণ করেছে স্থানীয় ভূমি অফিস। এর অংশ হিসেবে মঙ্গলবার সকালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে কুইজ ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ভূমি অফিসের উদ্যোগে উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার ভুমি কাজী রবিউস সারোয়ারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইমরানুল হক ভূইয়া। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীরা কুইজ প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকরা বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় সরকারি কর্মকর্তা, তহশীলদারগন উপস্থিত ছিলেন।