দিনাজপুরের কাহারোল উপজেলার মহিলা ডিগ্রী কলেজে মঙ্গলবার দুপুরে নাগরিক প্লাট ও অন্যান্য স্টেক হোল্টারদের সাথে যুবকদের হুইসেল ব্লোয়ার হিসেবে অন্তভূক্তিকরন সভা অনুষ্ঠিত হয়। জেলা সমন্বয়কারী মোঃ কামরুজ্জামান এর সঞ্চালনায় বুলিয়া বাজার ডিগ্রী কলেজের অধ্যক্ষ নাজমা শিরীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, কাহারোল উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ডলো মনি। বিশেষ অতিথি ছিলেন, সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা বাদশা, এনজিও প্রতিনিধি ধীরেন্দ্র নাথ অধিকারী, প্রভাষক গায়ত্রী রানী অধিকারী, কাহারোল প্রেস ক্লাবের সভাপতি মোঃ সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা বিমল চন্দ্র রায় প্রমুখ। ৬ টি ইউনিয়ন থেকে ৩০ জন এই প্রক্রিয়ার যুব ফোরামের ইয়ুথ গ্রুপ উপস্থিত ছিলেন।