দিনাজপুরের কাহারোল উপজেলায় ভূমি অধিকার ও কৃষি ভূমি সংস্কার বিষয়ক এক আলোচনা সভা উপজেলা পরিষদ হল রুমে, উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদ, কাহারোল, দিনাজপুরের আয়োজনে কমিউনিটি ডেভেলাফমেন্ট অ্যাসোসিয়েশন (সিডিএ) দিনাজপুরের বাস্তবায়নে মঙ্গলবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়। মোঃ মনছুর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মল্লিকা রানী সেহান বীশ। বক্তব্য রাখেন, মোঃ লুৎফর রহমান, জেলা ভূমিহীন সমন্বয় পরিষদের সভা প্রধান। উপজেলার বিভিন্ন এলাকা হতে প্রায় ৫ শত জন নারী ও পুরুষ এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন।