নওগাঁর মহাদেবপুরে অতি দরিদ্রদের জন্য ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচিতে ভূয়া শ্রমিকদের নাম তালিকাভূক্তির অভিযোগ উঠেছে। উপজেলার ১০টি ইউনিয়নে প্রতিদিন শতাধিক শ্রমিক অনুপস্থিত থাকেন। কর্তৃপক্ষ এবার তাদের মজুরি বন্ধের উদ্যোগ নিয়েছে। এবার এই উপজেলায় প্রকল্পের কাজ শেষ হলেও প্রকৃত শ্রমিকরা মজুরি না পাওয়ায় চরম বিড়ম্বনায় পড়েছেন।
সংশ্লিষ্টরা জানান, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ২০২৩-২৪ অর্থবছরে অতিদরিদ্রদের কর্মসংস্থানের লক্ষ্যে কর্মসৃজন কর্মসূচি (ইউজিপিপি) দ্বিতীয় পর্যায়ের প্রকল্পগুলো উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগ বাস্তবায়ন করছে। এই প্রকল্পে এবার এই উপজেলায় দুই কোটি ৪৮ লক্ষ টাকা বরাদ্দ করা হয়। এজন্য হাতে নেয়া হয় ৪৬টি প্রকল্প। গত ১৫ এপ্রিল প্রকল্পের কাজ শুরু হয়। কাজ দেরিতে শুরু হওয়ায় এবার এখানে ৪০ দিনের বদলে কাজ হয় ৩৩ দিন। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন ভাঙ্গা রাস্তা মেরামত, শিক্ষা প্রতিষ্ঠান ও ঈদগাঁহ মাঠ সংস্কার প্রভৃতি। এসব প্রকল্প বাস্তবায়নের জন্য উপজেলার ১০টি ইউনিয়নে মোট এক হাজার ৮৭৯ জন শ্রমিক নিয়োগ করা হয়। জনসংখ্যার ভিত্তিতে সদর ইউনিয়নে ২১৯ জন, হাতুড় ইউনিয়নে ২১৩ জন, খাজুর ইউনিয়নে ২১১ জন, চাঁন্দাশ ইউনিয়নে ১৬৩ জন, রাইগাঁ ইউনিয়নে ২০৩ জন, এনায়েতপুর ইউনিয়নে ২০৮ জন, সফাপুর ইউনিয়নে ১৬২ জন, উত্তরগ্রাম ইউনিয়নে ১৩৬ জন, চেরাগপুর ইউনিয়নে ১৭৯ জন ও ভীমপুর ইউনিয়নে ১৭২ জন শ্রমিক তালিকাভূক্ত করা হয়। এসব শ্রমিকদের প্রতি ইউনিয়নে ৫টি গ্রুপে ভাগ করে প্রতি গ্রুপে একজন করে ইউপি সদস্যকে প্রকল্প তদারকির (পিআইসি) দায়িত্ব দেয়া হয়।
অভিযোগ করা হয়েছে যে, এই তালিকায় প্রতিটি ইউনিয়নে বেশ কিছু ভূয়া শ্রমিকের নাম অন্তর্ভূক্ত করা হয়েছে। এরা প্রতিদিনই অনুপস্থিত থাকলেও সংশ্লিষ্টরা তাদেরকে কাগজে কলমে উপস্থিত দেখান। সরেজমিনে বিভিন্ন ইউনিয়নে শ্রমিকদের কাজ দেখতে গেলে কয়েকজন পিআইসি জানান, প্রতিদিন প্রকল্পের কাজ তদারকি করতে একজন শ্রমিকের সমান কাজ করলেও তাদের জন্য কোন ভাতা নেই। তাই তাদের নিকটতমদের নাম তালিকাভূক্ত করে সেখানে নিজেদের মোবাইল নম্বর যুক্ত করে দেয়া হয়েছে। সেই মোবাইলফোনের হিসেবে অনলাইনে ওইসব শ্রমিকদের নামে মজুরি আসে। এ ছাড়া শ্রমিকদের তালিকায় অনেক বৃদ্ধ, সন্তান সম্ভবা নারী ছাড়াও রাজনৈতিক কারণে দরিদ্র নয় এমন অনেকের নাম অন্তর্ভূক্ত করা হয়েছে। তারাও কাজে আসেন না। এ ছাড়া কাজ শুরু হতে দেরি হওয়ায় বোরো ধান কাটার মৌসুম শুরু হয়ে যায়। এই প্রকল্পে একজন শ্রমিক প্রতিদিন চারশ’ টাকা মজুরি পান। কিন্তু ধান কাটার কাজ করলে পান তার দ্বিগুণ। একারণেও তালিকাভূক্ত অনেক শ্রমিক কাজে আসেন না। প্রতিটি প্রকল্পের স্থানে সাইনবোর্ড টানানোর বিধান থাকলেও ১০টি ইউনিয়নের কোথাও কোন সাইনবোর্ড দেখা যায়নি। শ্রমিকরা জানান, প্রকল্পের কাজ শুরু হবার পর প্রতি সপ্তাহে মোবাইলফোনে মজুরির টাকা আসার কথা থাকলেও গত দুই মাসেও একটি টাকাও আসেনি। ফলে যারা ধান কাটার কাজ না করে এই প্রকল্পে কাজ করেছেন তারা মজুরি না পেয়ে মানবেতর জীবন যাপন করছেন। শ্রমিকরা ঠিকমত কাজ করছে কিনা তা দেখভালের জন্য প্রতিটি ইউনিয়নে উপজেলা পরিষদের একজন করে কর্মকর্তাাকে ট্যাগ অফিসার নিয়োগ করা হলেও তারা বেশিরভাগই মাঠে যাননা বলেও শ্রমিকরা জানান। শ্রমিকদের কাজ করা সংক্রান্ত ট্যাগ অফিসারদের প্রত্যয়নের ভিত্তিতে শ্রমিকদের নামে মজুরি বরাদ্দ করা হয়। কিন্তু তারা দিনের পর দিন অনুপস্থিত শ্রমিকদেরও উপস্থিত দেখিয়েছেন।
জানতে চাইলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বক্কার সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনি এই উপজেলায় যোগদানের পর প্রতিটি প্রকল্প কঠোরভাবে তদারকি শুরু করেন। তিনি নিজে প্রতিটি প্রকল্প এলাকায় গিয়ে তদারকি করেন। এতে এই প্রকেল্পর প্রথম ২০ দিনে মোট দুই হাজার ১৯৬ জন ও পরের ১৩ দিনে মোট এক হাজার ৪২৩ জন শ্রমিককে অনুপস্থিত দেখিয়েছেন। এই হিসেবে প্রতিদিন গড়ে অনুপস্থিত ছিলেন ১১০ জন। তিনি জানান, প্রকল্পের কাজে যারা স্থায়ীভাবে অনুপস্থিত শুরু তাদেরকেই অনুপস্থিত দেখানো হয়েছে। ফলে তাদের নামে বরাদ্দ হওয়া ১৪ লক্ষ ৪৭ হাজার ৬০০ টাকা কেটে রাখা হবে। তিনি জানান, প্রতিসপ্তাহে শ্রমিকদের মজুরি মোবাইলফোনে আসার বিধান থাকলেও এবার সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদপ্তরের মধ্যে কাজের সমস্যা হওয়ায় মজুরি আসতে দেরি হচ্ছে।