কচুয়ায় ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় উপজেলা পর্যায়ে তামাক বিরোধী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
১০ই জুন (সোমবার) সকাল ১১টায় কচুয়া উপজেলা পরিষদের সভা কক্ষে কচুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় তামাক বিরোধী নীতিমালা,ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আইন সম্পর্কে পাঠ করে শুনান কচুয়া উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ মোয়াজ্জেম হোসেন রাসেল।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কচুয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মহসিন হোসেন,কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রতিনিধি।
এছারা উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হনুফা খাতুন,সমাজ সেবা কর্মকর্তা শেখ হাসিবুর রহমান,এলজিইডি কর্মকর্তা মোঃ আনিসুল ইসলাম,যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম,সমবায় কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান,কচুয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিকদার হাদিউজ্জামান হাদিজ,মঘিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাড. পংকজ কান্তি অধিকারী,ধোপাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মকবুল হোসেন,গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ লিটন মোল্লা,বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
প্রশিক্ষণ কর্মশালায় কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জী বলেন,ব্যক্তি জীবনে ও জাতীয়তা জীবনে তামাক ও ধূমপানের কুফল সম্পর্কে উল্লেখ করে তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ২০৪০ সালের মধ্যে ধূমপানমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় সংশ্লিষ্ট সকল অংশীজনদের সমন্বিতভাবে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা সহ ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫ এর ব্যাপক প্রচারসহ কচুয়া উপজেলায় তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণে ইতোমধ্যে গৃহিত সিদ্ধান্ত সমূহ বাস্তবায়নে একযোগে কাজ করার আহবান জানান।