বাগেরহাটের মোল্লাহাটে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৪ টায় কে,আর কলেজ মাঠে অনুষ্ঠিত ওই ফাইনাল খেলায় গোল করতে না পারায় টাই-ব্রেকার অনুষ্ঠিত হয়। ওই টাই-ব্রেকারে ২-১ গোলের ব্যবধানে বঙ্গমাতা গোল্ডকাপ চ্যাম্পিয়ন হয় মোল্লাহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রানার্সআপ হয় গাংনী মাতারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
একই ভেন্যুতে বিকাল সাড়ে ৪টায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালেও কোনো দল গোল করতে না পারায় টাই-ব্রেকার অনুষ্ঠিত হয়। এতে ৩-২ গোলের ব্যবধানে বঙ্গবন্ধু গোল্ডকাপ চ্যাম্পিয়ন হয় গাড়ফা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রানারআপ হয় সরসপুর পূর্ব পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
উপজেলা নির্বাহি কর্মকর্তা শোভন সরকারের সভাপতিত্বে ওই টুর্ণামেন্টের প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলা ও অধ্যক্ষ এল জাকির হোসেন।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আতিকুর রহমান জুয়েলের সার্বিক তত্ত্বাবধানে ওই অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তাফিজুর রহমান বিশ্বাস, সোনালী ব্যাংকের ব্যবস্থাপক রবিচন্দ্র নাথ দত্ত, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সহকারী শিক্ষা কর্মকর্তা ললন কুমার মন্ডল, নুর মোহাম্মদ খান, দিপংকর বালা, রত্না দেবনাথ, সমিরন বিশ্বাস প্রমূখ।
সার্বিক অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, শিক্ষক এম এম ওবায়দুল ইসলাম, মোঃ আনিচুর রহমান, বরেন্দ্র নাথ হালদার, মোঃ ইকরামুল কবির, মাহামুদ হাসান, কেএম শফিকুল ইসলাম, মোঃ মিলন শিকদার।
ধারাভাষ্য উপস্থাপন করেন, মোঃ আকতার ফারুক, বিপুল কান্তি বিশ্বাস ও কল্যাণী টিকাদার।