পাবনার ভাঙ্গুড়ায় বিনাভোটে পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজাদ খান। প্রতিদ্বন্দ্বী কোন প্রার্থী না থাকায় সোমবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে তাকে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত ঘোষণা করা হয়। এদিন সকালে জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. মাহবুবুর রহমান তাকে বিজয়ী ঘোষণা করে গণ-বিজ্ঞপ্তি প্রকাশ করেন।
উপজেলা নির্বাচন অফিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে ভাঙ্গুড়া পৌরসভার মেয়রপদ থেকে পদত্যাগ করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম হাসনাইন রাসেল। এতে মেয়র পদটি শূন্য হলে গত ২১ মে উপনির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণের দিন নির্ধারণ করা হয় ২৬ জুন। কিন্তু নির্বাচনে অন্য কোন প্রার্থী অংশ না নেওয়ায় মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে রিটার্নিং অফিসার আজাদ খানকে মেয়র নির্বাচিত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. সাহারুজ্জামান বলেন, স্থানীয় সরকার (পৌরসভা) নির্বাচন বিধিমালা,২০১০ এর বিধি ২১ অনুযায়ী একক প্রার্থী হিসেবে রিটার্নিং অফিসার
আজাদ খানকে বিনা প্রতিদ্বন্দ্বীতায় মেয়র নির্বাচিত ঘোষণা করেন।