খুলনার ডুমুরিয়ায় অবাধ সুষ্ঠু, শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। এতে চেয়ারম্যান পদে গাজী এজাজ আহমেদ এবং ভাইস চেয়ারম্যান পদে গোবিন্দ ঘোষ ও সংরিক্ষত মহিলা ভাইস চেয়ারম্যান পদে শারমীনা পারভীন রুমা নির্বাচিত হয়েছেন। রোববার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত উপজেলার ১০৮টি কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। ভোট গননার পর রাত সাড়ে ৮ টার দিকে শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে ফালাফল ঘোষণা করেন নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন।
নির্বাচন সংশ্লিষ্ট সুত্র জানা যায়, ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ অবাধ, নিরপেক্ষ ভাবে অনুষ্ঠিত হয়েছে খুলনার ডুমুরিয়া উপজেলায়। চেয়ারম্যান পদে ৩জন, ভাইস চেয়ারম্যান পদে ৪জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন প্রার্থী প্রতিদ্বদ্বিতা করেন। ঘোড়া প্রতীক নিয়ে ৭০ হাজার ৫১৯ ভোট পেয়ে আওয়ামী লীগ নেতা গাজী এজাজ আহমেদ পূণরায় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি'র বহিস্কৃত নেতা মো: মুনিমুর রহমান নয়ন আনারস প্রতীকে পেয়েছেন ৩৯ হাজার ৪১৫ ভোট এবং মোটর সাইকেল প্রতীকে আওয়ামী লীগ নেতা মোঃ আজগর বিশ্বাস তারা পেয়েছন ২৬ হাজার ২৮৫ ভোট। ভাইস চেয়ারম্যান পদে তালা প্রতীকে যুবলীগ নেতা প্রভাষক গোবিন্দ ঘোষ ৫২ হাজার ৫৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি টিউবওয়েল প্রতীকে ছাত্রলীগের সাবেক নেতা অভিজিত বিশ্বাস অভি'র প্রাপ্ত ভোট ৩৫ হাজার ১৬৮ এবং চশমা প্রতীকে বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান শাহিন পেয়েছেন ২৫ হাজার ৫১৪ ভোট ও টিয়াপাখী প্রতীকে বিএনপি নেতা এবং বর্তমান ভাইস চেয়ারম্যান গাজী আবদুল হালিম পেয়েছেন ১৯ হাজার ৮৯৪ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলসী প্রতীকে আওয়ামী লীগ নেত্রী শারমিনা পারভীন রুমা ৫৫ হাজার ৮৩৫ ভোট পেয়ে পূণ: নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুট বল প্রতীকে আওয়ামী লীগ নেত্রী শিলা রানী মন্ডল পেয়েছেন ৫১ হাজার ১৫৫ ভোট এবং শোভা রানী হালদার প্রজাপতি প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ৮৮৭ ভোট।
উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭৩ হাজার ১১৪জন। প্রদত্ত ভোটের শতকরা হার ৫০.৯০ পার্সেন্ট। বাতিলকৃত ভোটের সংখ্যা চেয়ারম্যান পদে ২ হাজার ৮০৯ ভোট, ভাইস চেয়ারম্যান পদে ৫ হাজার ৭৮৬ ভোট এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭ হাজার ৪৬ ভোট। নির্বাচনে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী সদস্য,নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়ীত্ব পালন করেন।