রংপুরের পীরগাছায় স্থানীয় উদ্ভাবিত লাগসই প্রযুক্তি প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ চত্ত্বরে প্রদর্শনী এবং উপজেলা পরিষদ হলরুমে সেমিনারের অনুষ্ঠিত হয়।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে এবং বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এর বাস্তবায়নে সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ মিলন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ভাইস চেয়ারম্যান শাহ মোঃ শারেখ খন্দকার জয়, মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সুইটি, সাবেক উপজেলা চেয়ারম্যান শাহ মাহবুবার রহমান, পীরগাছা সরকারি কলেজের অধ্যক্ষ আশাদুল ইসলাম, উপজেলা আ.লীগের সভাপতি তছলিম উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) ইফতি সাম প্রীতি, কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম, থানার ওসি সুশান্ত কুমার সরকার প্রমুখ। মেলায় ১০ টি স্টল বসানো হয়েছে। পরে অতিথিবৃন্দ মেলার স্টল পরিদর্শন করেন।