রংপুরের পীরগাছায় তিনদিন ব্যাপি কৃষি মেলার উদ্বোধন উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা চত্ত্বরে র্যালি শেষে মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ মিলন।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন, সাবেক উপজেলা চেয়ারম্যান শাহ মাহবুবার রহমান, পীরগাছা সরকারি কলেজের অধ্যক্ষ আশাদুল ইসলাম, উপজেলা আ.লীগের সভাপতি তছলিম উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) ইফতি সাম প্রীতি, মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সুইটি, কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম, থানার ওসি সুশান্ত কুমার সরকারসহ ইউপি চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এর আগে গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন অতিথিবৃন্দ।