সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচীর সকল সুযোগ-সুবিধা নিশ্চিতের মাধ্যমে প্রান্তিক, ক্ষুদ্র নৃ-গোষ্ঠি ও দলিত সম্প্রদায়কে সমাজের মূল স্রােতধারায় আনতে রংপুরে মতবিনিময় সভা হয়েছে। সুইজারল্যান্ড ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা হেক্স-এর আয়োজনে সোমবার (১০ জুন) সকালে রংপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশে^র হাসান। হেক্সের জেলা এডভোকেসী প্লাটফর্মের সদস্য পার্থ বোসের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার উপণ্ডপরিচালক রায়হান কবীর, সিভিল সার্জন ডাঃ ওয়াজেদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক হাবিবুল হাসান রুমিসহ অন্যরা। সভায় আশ্রয়ণ প্রকল্পের জমিসহ ঘর প্রদান, কারিগরি শিক্ষা প্রদানের মাধ্যমে পিছিয়ে পড়া এসব জনগোষ্ঠির উন্নয়ন ও তাদের জনসম্পদে রুপান্তরে সরকারের নানা উদ্যোগ তুলে ধরা হয়। সভায় রংপুর সদর, মিঠাপুকুর ও বদরগঞ্জ উপজেলার প্রান্তিক, ক্ষুদ্র নৃ- গোষ্ঠি ও দলিত সম্প্রদায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।