এমপি আনার হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমান জানিয়েছেন,শিমুল ভূঁইয়ার সঙ্গে কাজী কামাল আহমেদ বাবু ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাশে গাড়ির ভেতর সাক্ষাৎ করে ভিকটিমকে অপহরণ ও পরবর্তীতে হত্যাসংক্রান্ত ছবি, টাকা-পয়সার লেনদেনের বিষয়ে গোপন মিটিং করেন। রোববার (৯ জুন) আসামি ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবুকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদনে এ তথ্য জানিয়েছেন তদন্ত কর্মকর্তা।
সহকারী পুলিশ কমিশনার বলেন, এ মামলায় শিমুল ভূঁইয়া ওরফে শিহাব ওরফে ফজল মোহাম্মদ ভূঁইয়া ওরফে আমানুল্যাহ সাঈদ,তানভীর ভূঁইয়া ও শিলাস্তি রহমান ওরফে শিলাস্তি রহমান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।শিমুল ভূঁইয়া জবানবন্দিতে আনোয়ারুল আজিম আনারকে হত্যা সংশ্লিষ্ট বিষয়ে কাজী কামাল আহমেদ বাবুর প্রসঙ্গ উঠে আসে এবং বাবুর সঙ্গে শিমুল ভূঁইয়ার কিছু পরিকল্পনা প্রকাশ পায়। শিমুল ভূঁইয়া তার জবানবন্দিতে আরও উল্লেখ করেন, তিনি গত ১৫ মে কলকাতা থেকে বাংলাদেশে আসেন, ১৬ মে কামাল আহমেদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন এবং ১৭ মে তারা সাক্ষাৎ করেন। তদন্ত কর্মকর্তা আরও বলেন, এরই ধারাবাহিকতায় গোয়েন্দা বিভাগ (৮ জুন) আলামত উদ্ধারের লক্ষ্যে শিমুল ভূঁইয়ার সাভার লুটের চরের ভাড়া বাসায় অভিযান পরিচালনা করে। তার বাসা থেকে একটি মোবাইল ফোন পাওয়া যায়। পরবর্তীতে ফোনের তথ্য উপাত্ত পর্যালোচনা করে দেখা যায়, মামলার ঘটনা পরবর্তী ১৬ মে থেকে হোয়াটসঅ্যাপে বাবুর সঙ্গে আসামি শিমুল ভূঁইয়ার যোগাযোগ ও কথোপকথনের তথ্য আছে।তথ্য প্রযুক্তির সহায়তায় দেখা যায়, কামাল আহমেদ ঢাকার সায়েদাবাদে অবস্থান করছিল। তাৎক্ষণিকভাবে সেখানে অভিযান চালিয়ে তাকে (৮ জুন) রাতে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে কামাল আহমেদ শিমুল ভূঁইয়ার সঙ্গে যোগাযোগের বিষয়টি স্বীকার করে। সে জানায়, ১৬ মে রাতে শিমুল ভূঁইয়ার সঙ্গে কামাল আহমেদ আনোয়ারুল আজিম আনার অপহরণের বিষয়ে হোয়াটসঅ্যাপে কথা বলেন। পরদিন (১৭ মে) শিমুল ভূঁইয়ার সঙ্গে কাজী কামাল আহমেদ বাবু ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাশে গাড়ির ভেতর সাক্ষাৎ করে ভিকটিমকে অপহরণ ও পরবর্তীতে হত্যাসংক্রান্ত ছবি,টাকা-পয়সা লেনদেনের বিষয় নিয়ে গোপন মিটিং করেন।
মামলার মূল রহস্য উদঘাটনসহ শিমুল ও বাবুর পরিকল্পনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না এবং অজ্ঞাতনামা পরিকল্পনাকারীদের শনাক্তকরণ, গ্রেপ্তার ও সঠিক নাম ঠিকানা সংগ্রহের জন্য রিমান্ড মঞ্জুরের আবেদন করেন তদন্ত কর্মকর্তা।ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের আদালত শুনানি শেষে তার ৭ দিনের রিমান্ড আদেশ দেন।