 
		
	রংপুর মহানগরীর লালবাগ থেকে পার্কমোড় যাওয়ার পথে সড়কের দু’পাশে জারুল ও দুর্লভ প্রজাতির দুই শতাধিক গাছের চারা রোপণ করা হয়েছে।
সোমবার (১০ জুন) সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত এসব গাছ রোপণ করা হয়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ এর ব্যক্তিগত উদ্যোগে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। সড়কের দক্ষিণে প্রাচীর বরাবর কারমাইকেল কলেজে এবং উত্তরে সড়ক সংলগ্ন গাছ রোপণ করা হয়েছে।
দুবছর আগে সড়কের উত্তরে এবং পূর্বে তুহিন ওয়াদুদের উদ্যোগে জারুল রোপণ করা হয়েছিল। যে গাছগুলো মারা গেছে সেখানেও চারা রোপণ করা হয়েছে। এছাড়াও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে দুর্লভ প্রজাতির চালমুগরা, উদাল, লেমা, লাল সোনাইল, রাবার, কাইনজাল, স্থলপদ্মসহ বিভিন্ন গাছ রোপণ করা হয়। এই বৃক্ষ রোপন কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন বেরোবির বাংলা বিভাগের শিক্ষার্থী ছাওমুন পাটোয়ারী সুপ্তসহ।