পাবনার চাটমোহরে সরকারি প্রাথমিক বিদ্যালয় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উপজেলা পর্যায়ের খেলা উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১০টায় সরকারি আরসিএন এ- বিএসএন মডেল পাইলট উচ্চবিদ্যালয় মাঠ বালুচরে এই টুর্ণামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেদুয়ানুল হালিম। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফিরোজা পারভীন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান শাকিল, উপজেলা কৃণি কর্মকর্তা কৃষিবিদ এ এ মাসুমবিল্লাহ, উপজেলা শিক্ষা অফিসার খন্দকার মোঃ মাহবুবুর রহমান, ইউআরসি ইনস্ট্রাক্টর নীলাঞ্জন শীলসহ সহকারী শিক্ষা কর্মকর্তাবৃন্দ, শিক্ষক-সাংবাদিক উপস্থিত ছিলেন। টুর্ণামেন্টে উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভার বালক ও বালিকা দল অংশগ্রহণ করছে।