কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়। সোমবার (১০জুন) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চত্বরে মেলার আয়োজনে করে। এ উপলক্ষে এদিন কৃষি অফিস চত্বর থেকে একটি র্যালি বের করে পৌর শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। অতিথিরা মেলায় বিভিন্ন স্টলগুলো ঘুরে দেখেন। উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান আহাম্মদ হোসেন বিপ্লব বলেন, আমাদের এ কৃষি প্রধান দেশে সরকার পরিবেশের ভারসাম্য রক্ষায় ফলজ ও বনজ গাছ বেশি ববেশি করে রোপন করতে বলেছে। কৃষকদের জন্য প্রান্তিক পর্যায়ে বিনামূল্যে সার ও বীজ পৌছে দিচ্ছে। এজন্য কৃষকরা সঠিক সময়ে ফসল উৎপাদন ও বপন করছে কিনা তা তদারকির জন্য কৃষি বিভাগকে আরো দার্য়িত্বশীল ভ’মিকা রাখতে হবে। অনূষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও শারমিন আক্তার, উপজেলা জাতীয় পাটির আহ্বায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ম আহ্বায়ক আবু তাহের, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, পৌর আ.লী সভাপতি জাহাঙ্গীর আলম সরকার, বীর মুক্তিযোদ্ধা হবিবুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সইদুল ইসলাম।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি কর্মকর্তা, কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, কৃষাণ কৃষাণীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠিত মেলায় কন্দাল জাতীয় নমুনা সংগ্রহ করে বিভিন্ন ধরনের কৃষি পণ্য একাধিক স্টল প্রদর্শন করা হয়েছে। আগামী বুধবার (১২ জুন)৩ দিনব্যাপী এ মেলার সমাপনী অনুষ্ঠিত হবে।