যশোরের ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নের কুমড়ি গ্রামের ধর্ষক মিজানুর রহমান (৪০) স্থানীয় মাতব্বরদের ৩০ হাজার টাকা দিয়েও রক্ষা হলো না। ধর্ষিতার মা ঝিকরগাছা থানায় মামলা দায়ের করলে সোমবার সকালে পুলিশ তাকে গ্রেপ্তার করে জেল হতে প্রেরণ করেন। আটক ধর্ষক ওই গ্রামের আবদুল গফুর মোড়লের ছেলে।
স্থানীয় এবং পুলিশের মাধ্যমে জানা গেছে, মালয়েশিয়া প্রবাসীর মেয়ে ও কুলবাড়িয়া বিকেএস মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থীকে মিজানুর রহমান (৪০) নিজ ঘরে নিয়ে ধর্ষণ করে। ৬ জুন বৃহস্পতিবার দুপুরে ধর্ষনের ঘটনা জানাজানি হয়ে গেলে স্থানীয় গ্রাম্য মাতববরদের নিকট ধর্ষক মিজানুর রহমান (৪০) দোষ স্বীকার করেন। এরপর ৩০ হাজার টাকায় মিমাংসা করে ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করেন। এদিকে ধর্ষিতার মা কেয়া বেগম গ্রামের মাতব্বরদের সালিশ প্রত্যাখ্যান করে ঝিকরগাছা থানায় মামলা দায়ের করেন। পুলিশ ধর্ষককে আটক করে জেল হাজতে প্রেরণ করেন।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ বিএম কামাল হোসেন ভূঁইয়া জানান, কেয়া বেগম বাদী হয়ে মামলা দায়ের (মামলা নং ১২, তারিখ-১০/০৬/২০২৪ইং) করলে আমরা ধর্ষক মিজানুর রহমানকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য যশোর প্রেরণ করা হয়েছে। আসামির বিরুদ্ধে ৯(১) ২০০০সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ আইনে মামলা হয়েছে।