“দেশ প্রেমের শপত নিন, দুর্নীতিকে বিদায় দিন” প্রতিপাদ্যের আলোকে নওগাঁর পোরশায় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার শহীদ পিংকু বালিকা উচ্চবিদ্যালয় মিলনায়তনে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে প্রতযোগীতাটি অনুষ্ঠিত হয়। দুর্নীতি প্রতিরোধে সামাজিক আন্দোলনেই সমাজ গঠনের উপায় বিষয়ে তয় ধাপে আয়োজিত চুড়ান্ত পর্যায়ের এই প্রতিযোগীতায় শহীদ পিংকু বালিকা উচ্চবিদ্যালয় ১ম স্থান এবং শিশা দ্বি-মুখি উচ্চবিদ্যালয় ২য় স্থান অধিকার করেন। এতে তিন জন করে প্রতিযোগী অংশগ্রহণ করেন। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন শহীদ পিংকু বালিকা উচ্চবিদ্যালয় শিক্ষার্থী সুমাইয়া আফরিন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও মোঃ আরিফ আদনান। বিশেষ অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের সহকারি পরিচালক তানভীর আহমদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল আরিফ সরকার, ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা একেএম ওলিউল ইসলাম। এতে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবদুল খালেক। এ সময় অ্যাকাডেমিক সুপার ভাইজার কনক কান্তি, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক একরামুল হক শাহ্, নিতপুর সিনিয়র ফাজিল মাদ্রাসার আরবি বিভাগের প্রভাষক বাবুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সচিব মোশারফ হোসেন সহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে প্রধান অতিথি ইউএনও মোঃ আরিফ আদনান প্রতিযোগতায় অংশ গ্রহণকারী শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন।