“স্মার্ট ভূসিসেবা, স্মার্ট নাগরিক” এই শ্লো-গানকে সামনে রেখে বাগেরহাটের চিতলমারীতে স্মার্ট ভূমিসেবা ২০২৪ এর শুভ উদ্বোধন ঘোষনা করা হয়েছে। সোমবার (১০ জুন) উপজেলা ভূমি অফিস চত্বরে সকাল ১১ টায়, উপজেলা নির্বাহী অফিসার মো: আসমত হোসেন বেলুন উড়িয়ে এবং ফিতা কেটে এর শুভ উদ্বোধন ঘোষনা করেন। উদ্বোধন পরবত্তী তিনি স্মার্ট ভূমিসেবা বিষয়ের ওপর আগত উপকার ভোগিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) বেদবতী মিস্ত্রি, থানার অফিসার ইনচার্জ মোঃ ইকরাম হোসেন, সদর ইউপি চেয়ারম্যান শেখ নিজাম উদ্দিন, সমাজসেবা অফিসার মোঃ সোহেল পারভেজ, যুব উন্নয়ন অফিসার মোঃ সোহরাব হোসেন, সমবায় অফিসার মোল্লা সাইফুল ইসলাম সহ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাগণ প্রমুখ।