মাগুরায় মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমদের ১০৬ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
মাগুরা জেলা প্রশাসনের আয়োজনে সোমবার দুপুরে জেলার শ্রীপুর উপজেলার মাঝাইল গ্রামে মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমেদের পৈত্রিক বাড়িতে জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়।
স্মরণসভায় জেলা কালচারাল অফিসার এর সঞ্চালনায় জেলা ইসলামি ফাউন্ডেশনের সহকারী পরিচালক মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আবদুল কাদের, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ মহল, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রশিদ মুহিত।
স্মরণ সভায় কবি পরিবারের সদস্যরা দাবি করেন সরকারি ভাবে প্রতি বছর যাতে কবির স্মৃতি রক্ষায় এ ধরনের স্মরণসভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।