ঘূর্ণিঝড় রেমালের কারণে স্থগিত হওয়া জেলার গৌরনদী উপজেলা পরিষদ নির্বাচনে ৪০ হাজার ৪৪৩ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে কাপ পিরিচ মার্কা নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোঃ মনির হোসেন মিয়া। তার নিকটতম প্রতিদ্বন্ধী স্থানীয় সংসদ সদস্যর সমর্থিত প্রার্থী হারিছুর রহমান মোটরসাইকেল প্রতিক নিয়ে পেয়েছেন ৩৬ হাজার ৯২৪ ভোট। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ফরহাদ মুন্সী ও নারী ভাইস চেয়ারম্যান পদে অ্যাডভোকেট সাহিদা আক্তার নির্বাচিত হয়েছেন।
আগৈলঝাড়া উপজেলা পরিষদ নির্বাচনে দোয়াত কলম প্রতীক নিয়ে ২৬ হাজার ৭৫৮ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন যতীন্দ্র নাথ মিস্ত্রী। তার নিকটতম প্রতিদ্বন্ধী স্থানীয় সংসদ সদস্যর সমর্থিত প্রার্থী আবদুর রইচ সেরনিয়াবাত আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ২৫ হাজার ৮৬৯ ভোট। ভাইস চেয়ারম্যান পদে চশমা প্রতীক নিয়ে সঞ্জয় বাড়ৈ ও নারী ভাইস চেয়ারম্যান পদে হাফিজা ইয়াসমিন নির্বাচিত হয়েছেন।