সারাদেশে সর্বজনীন স্বাস্থ্য সূরক্ষায় এবং কমিউনিটি ক্লিনিক দি শেখ হাসিনা ইনিশিয়েটিভ নামে জাতিসংঘ কর্তৃক রেজুলেশন গৃহিত হওয়ার পর বর্তমানে দেশব্যাপী ১৪ হাজারের অধিক কমিউনিটি ক্লিনিক গ্রামীণ জনগণকে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করে যাচ্ছে। এরই অংশ হিসেবে আজমীর ইন্টারন্যাশনাল এর সিইও মো. আবুল কালাম আজাদ কর্তৃক লাইফ স্টাইল, হেলথ এডুকেশন এ- প্রমোশন, স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, মহাখালি স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত দেশের সকল জনগোষ্ঠির মাঝে স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন এবং গাড়ী যোগে ভ্রাম্যমাণ প্রচারণা ও লিফলেট বিতরণ করছে।
এ উপলক্ষে শেরপুর জেলা সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণে রোববার (৯ জুন ) সকাল ১০টায় আজমীর ইন্টার ন্যাশনাল কনসাল্টিং ফার্মের সহযোগিতায় শেরপুর জেলায় গাড়ী ব্রান্ডিংকৃত এর মাধ্যমে পথচারীসহ মানুষের মাঝে ভ্রাম্যমাণ স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করা হয়। ওই ভ্রাম্যমাণ প্রচারণায় সরকার কর্তৃক স্বাস্থ্য সুরক্ষা ও স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌছানোসহ স্বাস্থ্য সচেতনতামূলক তিন হাজার লিফলেট বিতরণ করা হয়।
এসময় অন্যান্যের মধ্যে সিভিল সার্জন কার্যালয়ের জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার একেএম ফজলুল হক, প্রধান সহকারি খন্দকার আবুল বাসেত, জেলা স্বাস্থ্য তত্বাবধায়ক মোঃ নজরুল ইসলাম, আজমীর ইন্টার ন্যাশনাল কনসাল্টিং ফার্মের কর্নসালটেন্ট সুমন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।