মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের দরিদ্র জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা কর্মসূচি ভিডব্লিউবি (ঠডই) এর চাল এসব দরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিনামূল্য প্রতিমাসে প্রত্যেক কার্ডধারীদের ৩০ কেজি করে চাল বিতরণ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে শেরপুর জেলার সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নে ৯ জুন রোববার সকাল ১১টায় ভিডব্লিউবি (ঠডই) কার্ডধারীদের চাল বিতরণ করা হয়েছে।
পাকুড়িয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হায়দার আলীর সভাপতিত্বে রোববার সকালে ওই ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ২১১ জন দরিদ্র ও অসহায় কার্ডধারী মাঝে মে মাসের বরাদ্দকৃত ভিডব্লিউবি (ঠডই) এর ৬ হাজার ৩৩০ কেজি চাল বিতরণ করা হয়। এতে উপকারভোগী প্রত্যেককে ৩০ কেজি করে চাল সুষ্ঠুভাবে বিতরণ করা হয়েছে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের ইউপি সচিব আলহাজ্ব মো. হযরত আলী, সাংবাদিক জি এইচ হান্নান, ইউপি সদস্য মোঃ জসিম উদ্দিন, মোঃ আঃ ওয়াদুদ, চাঁন মিয়া, মোঃ মনিরুজ্জামান, মিষ্টার, মোঃ হারুণ অর রশিদ, মোঃ আরিফ মিয়া, সায়দুল, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মোছাঃ মাহমুদা, মোছাঃ ছুবেদা বেগম, মোছাঃ সাবিনা বেগম, পাকুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।