৬ষ্ঠ উপজেলা পরিষদ এর তৃতীয় ধাপের নির্বাচন ঘুর্নিঝড় রেমালে স্থগিত হওয়া বরগুনার বামনা উপজেলা পরিষদ নির্বাচন রোববার উৎসব মুখোর পরিবেশে (৯জুন) অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে চেয়ারম্যান পদে মোহাম্মদ মিজানুর রহমান(আনারস প্রতীক) ১৭৬৯৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তার নিকটতম প্রার্থী বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটু মৃধা (ঘোড়া প্রতীক) পেয়েছেন ১০৯০৩ ভোট। অপরদিকে উপজেলা ভাইস চেয়ারম্যান(পুরুষ) পদে জাকারিয়া হোসেন মহারাজ(উড়োজাহাজ প্রতীক)২০৩৭৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তার নিকট তম প্রার্থী মো.শাহাদাৎ হোসেন (রাজু) জোমাদ্দার(মাইক প্রতিক) পেয়েছেন ৮১৩৭ ভোট। এ ছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাজমুন নাহার নাজু(কলস প্রতিক) ২৩৭৩১ভোট পেয়ে বিজয়ী হয়েছে।তার নিকটতম প্রাথী বর্তমান ভাইস চেয়ারম্যান রুমি খানম(হাঁস প্রতিক) পেয়েছেন ১০৯০৭ভোট।
উল্লেখ্য, গত ২৯ মে তৃতীয় ধাপের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ঘুর্নিঝড় রেমালের কারণে নির্বাচন স্থগিত হয়। পরবর্তিতে নির্বাচন কমিশন ৯জুন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার তারিখ নির্ধারন করেন। চারটি ইউনিয়ন নিয়ে গঠিত এ উপজেলায় মোট ভোটার সংখ্যা-৬৬,৪৪৪ জন।