কক্সবাজারের রামু উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তী শোকরানা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ সাইমুম সরওয়ার কমল এমপি বলেছেন, রামু উপজেলার সকল শ্রেণি-পেশার সচেতনমহলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এলাকার উন্নয়নকে ত্বরান্বিত করা হবে। কোন সন্ত্রাসী, চোর, ডাকাত, ইভটিজার, ভূমিদস্যু তথা খারাপ ব্যক্তি সে যে হোক বা যার সন্তানই হোক তার স্থান রামুতে হবেনা। এদের কঠোরভাবে দমন করতে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। হুইপ সাইমুম সরওয়ার কমল এমপি সম্প্রীতি রক্ষায় সকলকে সচেষ্ট থাকার আহবান জানিয়ে বলেন, জাতীয় সংসদ নির্বাচনে যারা বারবার আমাকে পরাজিত করতে ষড়যন্ত্রের জাল বিস্তার করে, তারা এবার ঈগল নিয়ে অপচেষ্টা করেছিলো।
রামু-কক্সবাজারের মানুষের ভালোবাসার কাছে তারা আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে। সাধারণ মানুষের বিজয় হয়েছে। পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে জাতীয় সংসদের হুইপ করেছেন। এ সম্মান আমার নয়, এ সম্মান কক্সবাজারের সাধারন শ্রমজীবী মানুষের সম্মান।
সদ্য সমাপ্ত রামু উপজেলা পরিষদ নির্বাচনে রামুর মানুষ উন্নয়ন অব্যাহত রাখতে সৎ ও যোগ্য প্রার্থীদের বিজয়ী করায সকলের প্রতি এমপি কমল ধন্যবাদ জানান। আগামীতেও স্থানীয় নেতৃবৃন্দের পরামর্শক্রমে অগ্রাধিকার ভিত্তিতে ধারাবাহিকভাবে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে। তিনি বলেন রামু ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদে আগামীতে উপণ্ডনির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলা পরিষদ নির্বাচনের মতো সকলে মিলে এলাকার উন্নয়নসহ বিবিধ বিষয় বিবেচনা করে একজন সৎ ও জনপ্রিয় ব্যক্তিকে চেয়ারম্যান প্রার্থী করা হবে।
শনিবার, ৮ জুন বিকালে রামু খিজারী স্টেডিয়ামে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন সমুহ আয়োজিত শোকরানা সভায় তিনি উপর্যুক্ত কথা বলেন। মাওলানা মামুনুর রশীদের পবিত্র কুরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত সভায় মোনাজাত পরিচালনা করেন রামু জোয়ারিয়ানালা এমদাদুল উলুম মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা হাফেজ আবদুল হক।
কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাফর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন- রামু উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুট্টো, সদর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার, রামু উপজেলা পরিষদের নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল্লাহ সিকদার ও মহিলা ভাইস চেয়ারম্যান মুসরাত জাহান মুন্নী।
আওয়ামী লীগ নেতা সৈয়দ মোহাম্মদ আবদুস শুক্কুর ও স্বেচ্ছাসেবক লীগ নেতা আজিজুল হক মেম্বারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- কক্সবাজার জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শহীদুল হক সোহেল, উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আলী হোসেন, কাউয়ারখোপ ইউপি চেয়ারম্যান শামসুল আলম, রাজারকুল ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান, গর্জনিয়া ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান বাবুল চৌধুরী, দক্ষিণ মিঠাছড়ি ইউপি চেয়ারম্যান খোদেস্তা বেগম রিনা, রশিদনগর ইউপি চেয়ারম্যান এমডি শাহ আলম, খুনিয়াপালং ইউপির সাবেক চেয়ারম্যান আবদুল গণি সওদাগর, সাবেক চেয়ারম্যান আবদুল মাবুদ, কচ্ছপিয়া ইউপির সাবেক চেয়ারম্যান নুরুল আমিন, জোয়ারিয়ানালা ইউপির সাবেক চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ফরিদ বক্ত বাবুল, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হোসাইন আহমদ আনসারি, চৌমুহনী বনিক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক রফিকুল আলম চৌধুরী, সভাপতি রুহুল আমিন রকি, আওয়ামী লীগ নেতা ওসমান সরওয়ার মামুন, কক্সবাজার জেলা পরিষদের সাবেক সদস্য নুরুল হক, রামু উপজেলা যুবলীগের সহ-সভাপতি সাংবাদিক নীতিশ বড়ুয়া, সাধারণ সম্পাদক রাশেদ আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি তপন মল্লিক, সহ-সভাপতি আনচারুল হক ভুট্টো, সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক তসলিম উদ্দিন সোহেল, রামু ফতেখাঁরকুল ইউনিয়ন উপ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা যুবলীগ নেতা জামাল উদ্দিন কোম্পানি, ব্রাদার্স ইউনিয়ন রামুর সভাপতি নবু আলম, যুবলীগ নেতা অ্যাডভোকেট তানভীর শাহ, সৌদি প্রবাসী জুবাইর আহমদ ভুট্টো প্রমুখ। শোকরানা সভায় রামু উপজেলার ১১ ইউনিয়নের ৬৪ টি ভোট কেন্দ্রের প্রতিনিধি, বর্তমান ও সাবেক চেয়ারম্যান, মেম্বারবৃন্দ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, ধর্মীয়, সামাজিক, ক্রীড়া, সাংস্কৃতিক, পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে দুপুর ১টার দিকে জাতীয় সংসদের হুইপ সাইমুম সরওয়ার কমল এমপি ফতেখাঁরকুল ইউনিয়নের মন্ডলপাড়াস্থ হযরত মাইমুন আলী মসজিদ হতে সিকদার পাড়া সড়কে সাড়ে ৪৪ লক্ষ টাকা ব্যয়ে (৮০০ মিটার) এইচবিবি দ্বারা উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন।
রামু উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুট্টো, উপজেলা প্রকৌশলী মঞ্জুর হাসান ভুইঁয়া এতে বক্তব্য রাখেন। উদ্বোধনী অনুষ্ঠানে রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা মোহছেন শরীফ মোনাজাত পরিচালনা করেন।