প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ৫ম পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর উদ্বোধন উপলক্ষে স্থানীয় সংবাদ কর্মীদের সঙ্গে প্রেস ব্রিফিং করেছেন লালপুর উপজেলা প্রশাসন।
রোববার (০৯ জুন) সকালে উপজেলা পরিষদের সভা কক্ষে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। প্রেস ব্রিফিং এ লালপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার জানান, আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীনদের ভূমি সহ ঘর দেওয়ার কর্মসূচিতে এবার আরো ১ হাজার ৪৮৯টি ঘর দেয়া হচ্ছে। আগামী মঙ্গলবার (১১ জন ২০২৪) মাননীয় প্রধানমন্ত্রী এসব ঘর বিতরণ করবেন।
এ উপলক্ষে নাটোরের লালপুর উপজেলার আশ্রয়ণ প্রকল্পে বিদ্যমান জরাজীর্ণ সিআইসিট ব্যারাকে বসবাসরত ১৪৯ টি ভূমিহীন পরিবার ৫ম পর্যায়ে (২য় ধাপ) পেতে যাচ্ছে ভূমিসহ দুই পক্ষ বিশিষ্ট একক সেমি পাকা নতুন ঘর।
মুজিবশতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক দেশব্যাপী ভূমিহীন ও গৃহহীন (ক শ্রেণীর) পরিবার পুনর্বাসনের লক্ষ্যে ২০১৯ সাল থেকে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 'দেশের একটি মানুষও গৃহহীন থাকবে না' মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই প্রত্যয়ে তাঁর আবেগের প্রকল্প আশ্রয়ের- ২ এর মাধ্যমে চার ধাপে সারাদেশে ঘর পেয়েছেন দুই লক্ষ দুই হাজার ২১৪ টি গৃহহীন ও ভূমিহীন পরিবার। পঞ্চম ধাপে ঘর পাবে আরো ১হাজার ৪৮৯ টি পরিবার।
ইতোমধ্যে লালপুর উপজেলায় প্রায় ৮ একর জমি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত এই জমির মূল্য প্রায় ২ কোটি টাকা। প্রতিটি পরিবার পাচ্ছেন দুই শতক জমির মালিকানা সহ সেমি পাকা ঘর সাথে বিদ্যুৎ সংযোগসহ পানির ব্যবস্থা। একই ভাবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্যও রয়েছে ঘর দেওয়ার প্রকল্প এতে বদলে যাচ্ছে তাদের জীবন যাত্রার মান। তারা উঠে আসছে সমাজের মূল ¯্রােতে।
চার ধাপে লালপুর উপজেলায় সর্বমোট ৩৮৯ টি ভূমিহীন ও গৃহন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। এর মধ্যে প্রথম ধাপে ৪২টি, দ্বিতীয় ধাপে ৫০ টি, তৃতীয় ধাপে ১৪২টি এবং চতুর্থ ধাপে ১৫৫ টি।
পুরাতন প্রকল্পের জরাজীর্ণ ব্যারাকের স্থলে একক সেমি পাকা গৃহ নির্মাণ প্রকল্পের আওতায় এ উপজেলার লালপুর ইউনিয়নের বালিতিতা গ্রামে ২৬ টি, একই ইউনিয়নের চক শেরপাড়া গ্রামে ১৭ টি, চংধুপইল ইউনিয়নের চংধুপইল গ্রামে ৪০ টি, আড়বাব ইউনিয়নের অর্জুনপুর গ্রামে ২৪ টি, দুয়ারিয়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে ২৮ টি, ১০ নং কদিমচিলান ইউনিয়নের পানঘাটা গ্রামে ১৪ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসনের জন্য একক গৃহ নির্মাণ করা হয়েছে। যা এবার নির্বাচিত উপভোগীদের মাঝে হস্তান্তর করা হবে। আশ্রয়ণ প্রকল্পের আওতায় পুরাতন জরাজীর্ণ সিআইসিট ব্যারাকের স্থলে ১৪৯টি পরিবারকে পুনর্বাসনের মাধ্যমে লালপুর উপজেলায় একক সেমি পাকা গৃহ প্রাপ্ত মোট পরিবারের সংখ্যা হবে ৫শ ৩৮ টি।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিমুল আক্তার, উপজেলা প্রকৌশলী জুলফিকার আলী, সাংবাদিক ইমাম হাসান মুক্তি, এ কে আজাদ সেন্টু, মোজাম্মেল হক, সালাহ্ উদ্দিন, শাহ্ আলম সেলিম, সাহীন ইসলাম, আবদুল মোত্তালেব রায়হান, আশিকুর রহমান টুটুল প্রমুখ।