ডুমুরিয়ায় নিয়ন্ত্রহীন খুলনাগামী যাত্রীবাহি বাসের সাথে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে প্রাইভেট কার চালকসহ ৩জন ঘটনাস্হলে নিহত হয়েছে। রোববার দুপুরে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়ার মেছাঘোনা নামক এলাকায় এ দূর্ঘটনা ঘটে। উদ্ধারকর্মীরা নিহতদের উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতাল প্রেরণ করে।
জানা গেছে, ডুমুরিয়ার উপজেলা মেছাঘোনা নামক স্হানে রোববার দুপুর দু'টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে খুলনাগামী যাত্রীবাহি বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। দ্রুতগতি সম্পন্ন বাসটি প্রাইভটকারের উপর দিয়ে অতিক্রম করায় প্রাইভেট কারে থাকা ৩ জন ঘটনাস্হলে নিহত হয়।
প্রত্যক্ষদর্শী ও স্হানীয় হাফিজুর রহমান বলেন, দুপুরে বিকট শব্দ শুনে রোডে ছুটে এসে দেখি এই ভহাবহ এক্সিডেন্ট। প্রাইভটে থাকা ৩জনই ঘটনাস্হলে মারা গেছে। প্রাইভেট চালকের মাথা ছিড়ে শরীর থেকে দ্বিখন্ডিত হয়ে পড়ে।
থানা পুলিশের এসআই নিয়াজ উদ্দিন জানান, পাটকেলঘাটা এলাকার ডাঃ মোহন লাল ঘোষসহ ৩জন মারা গেছে। বাকি দু'জনের পরিচয় এখনো পাওয়া যায়নি। ঘাতক বাসটি হাইওয়ে পুলিশ হেফাজতে রয়েছে। তবে বাস চালক দূর্ঘটনার পরপরই পালিয়ে গেছে।