ভোলার দৃষ্টি নন্দন বদ্বীপ পর্যটন খ্যাত মনপুরা উপজেলায় নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের দাম আকাশ ছোঁয়া। জেলার মূল ভূখ- থেকে বিছিন্ন পানি বেষ্টিত এই উপজেলার চরাঞ্চলের মানুষের জীবন বৈচিত্র্য ও আয় নির্বাহের সাথে ওই এলাকার বাজার দর মোটেও সামঞ্জস্যপূর্ণ নয়। এমন অভিযোগ পাওয়া গেছে ওই এলাকার মানুষের সাথে কথা বলে। মনপুরার চারটি ইউনিয়নের মধ্যে তিনটি ইউনিয়ন ঘুরে এই চিত্র পাওয়া গেছে৷ এখানকার অধিকাংশ মানুষের জীবন যাত্রা নিম্নমানের। মধ্যবিত্ত অনেক পরিবারের লোকজন চাকরির সুবাদে দেশের বাইরে থাকেন। মনপুরার সম্ভ্রান্ত ও অভিজাত শ্রেণির পরিবারের লোকজনও ব্যবসা বাণিজ্য ও ছেলে মেয়েদের পড়া লেখার প্রয়োজনে বছরের বেশির ভাগ সময় রাজধানী শহর ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় থাকেন। মনপুরায় বিদ্যুৎ ব্যবস্থা নামে মাত্র। বৈদ্যুতিক খুঁটি, এসি, বিদ্যুৎ সংযোগ উপজেলার শোভা বৃদ্ধি পাচ্ছে। রাত দিন চব্বিশ ঘণ্টার মধ্যে গড়ে দৈনিক মাত্র দুই ঘন্টা বিদ্যুৎ সরবরাহ হচ্ছে ওই উপজেলায়। পর্যটন এরিয়া মনপুরা উপজেলায় নিয়মিত বিদ্যুৎ সরবরাহ না থাকায় ভীষণ ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয়দের। দেশী বিদেশী বিভিন্ন জায়গা থেকে আসা পর্যটকদেরও চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। দক্ষিণ সাকুচিয়া হিন্দু অধুষ্যিত এলাকার যোগেন্দ্রনাথ জানান, মেঘনা মোহনা এলাকা দক্ষিণ সাকুচিয়া নদী ভাঙন কবলিত এলাকা। এখানকার মানুষ নদীতে মাছ ধরে ও অল্প স্বল্প গায় গৃহস্থালি করে। বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিস প্রত্রের দাম বেশি হওয়ায় খেয়ে না খেয়ে কষ্টে সংসার চালিয়ে যাচ্ছে এখানকার প্রতিটি পরিবার। সাকুচিয়া সিরাজগঞ্জ এলাকার রফিকউল্লাহ জানান, স্থানীয় উৎপন্ন মৌসুমী ফসলাদি বাজারে বিক্রি করে চাহিদা মাফিক দাম মেলেনা। উৎপন্ন ফসলাদির খরচের সাথে বাজার দরের মিল নেই। স্থানীয় উৎপন্ন রবিশস্য শেষ হয়ে গেলে সাথেসাথে নিত্য প্রয়োজনীয় বাজার দর বেড়ে যায়। বন্যায় দক্ষিণে বেড়িবাঁধ ভেঙে জোয়ারে রবিশস্যের ব্যাপক ক্ষতি করেছে। বাংলাবাজারের ব্যবসায়ী মিজানুর রহমান বললেন, ঢাকা বরিশালের মোকাম থেকে মালামাল ক্রয়করে এখানে নিয়ে আসতে হয়। লঞ্চ ট্রলারের কেরিং খরচা অনেক বেড়ে যাওয়ায় বাজারে প্রতিটি মালামালের দাম অন্য জায়গায় তুলনায় এখানে অনেক বেশি। মনপুরার অনেক জায়গা এখনও বিদ্যুতের আওতায় আনা হয়নি। সন্ধ্যা নেমে আসার সাথেই ওইসব এলাকায় অন্ধকারে নিমজ্জিত হয়। সাকুচিয়াসহ অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ নেই। উপজেলার বাংলাবাজার সিরাজগঞ্জ ফকির হাট এলাকায় সৌর প্লান্টের মাধ্যমে উৎপন্ন বিদ্যুৎ বিতরণ করা হয়। এসব উৎপন্ন বিদ্যুৎ রাতে নির্দিষ্ট সময়ের জন্য সররাহ করা হয় বলে চা দোকানী মোহাম্মদ হোসেন সহ এলাকার লোকজন জানিয়েছে। মনপুরার প্রাণ কেন্দ্র উপজেলা সদর হাজীর হাট এলাকায় বেশির ভাগ পর্যটকরা হোটেল ও বোডিংয়ে থাকেন। এসব হোটেল মোটেলও অনুন্নত। থাকার ব্যবস্থা ভালো নয়। এখানকার খাবারের দোকান গুলোর মানও নিম্ন। এসব নিম্নমানের খাবার খেয়ে অনেকেই পেটের পীড়ায় অসুস্থ হয়ে পড়ছেন। হাজীর হাটসহ ফকির হাট, আনন্দ বাজার, বাংলাবাজার, সিরাজগঞ্জ, রামনেওয়াজ বাজার গিয়ে দেখা যায়, প্রতিকেজি গরুর দুধের দাম একশত টাকা। প্রতিহালী মুরগীর ডিম পঞ্চান্ন টাকা। বয়লার মুরগী প্রতিকেজি দুইশত পঞ্চাশ টাকা, স্থানীয় ঘেরের নিম্নমানের ছোট পাংঙাস দুইশত বিশ টাকা, টেংরা প্রতিকেজি চারশত টাকা, ছোট তেলাপিয়া তিনশত টাকা। গরুর মাংস প্রতিকেজি আটশত টাকা। সবজির বাজারেও দাম চড়া। পোটল আশি টাকা, রেখা ষাট টাকা, শশা সত্তর টাকা, কাকরল একশত টাকা, পেপে ষাট টাকা, বেগুন একশত টাকা। প্রশাধনী থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় প্রতিটা জিনিস পত্রের দাম ওই এলাকার মানুষের ক্রয় ক্ষমতার নাগালের বাইরে।