মুজিবশতবর্ষ উপলক্ষে ৫ম পর্যায়ে (২য় ধাপে) ভুমিহীন ও গৃহহীনদের মাঝে ২ শতাংশ খাস জমি বন্দোবস্ত প্রদান পুর্বক একক গৃহনির্মাণের মাধ্যমে পুনবাসন এবং ভুমিহীন ও গৃহহীন মুক্ত বিষয়ক প্রেস ব্রিফিং করা হয়।
৯ জুন সৈয়দপুর উপজেলা পরিষদ সভাকক্ষে এটির আয়োজন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুর-ই-আলম সিদ্দিকী। এ সময় সাথে ছিলেন সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ আমিনুল ইসলাম।
প্রেস ব্রিফিং এ বলা হয় ৫ম ধাপে আবেদন পড়ে ১০৫০ টি। সেখান থেকে চার দফায় তদন্ত করে পাওয়া যায় ২৪২ জন জন গৃহহীন পরিবার। এদের মধ্যে আরো তদন্ত করে পাওয়া যায় একেবারে যারা নিঃস্ব। এমন পরিবারের সংখ্যা ১২০ জন। ইতোমধ্যে ১০ জনকে দেয়া হয় ঘর।
আগামী ১১ জুন ১১০ জনকে দেয়া হবে বাদবাকি ঘর বরাদ্দ। এ ঘরগুলো রয়েছে পৌরসভার এক নম্বর ওয়ার্ড, কামারপুকুর নতুন হাট ও ধলাগাছ এলাকায়।
নির্বাহী অফিসার আরো বলেন, যেহেতু ভুমিহীন ও গৃহহীন পরিবার আরো রয়েছে। তাই ১৫০ জনের ঘর বরাদ্দের চাহিদা পাঠান আমরা পাঠাবো। তিনি বলেব চতুর্থ ধাপে ৫২৯ জনকে ঘর দেয়া হয়েছে।
প্রেস ব্রিফিং এ উপস্থিত ছিলেন সাংবাদিক সাকির হোসেন বাদল, এশিয়ান টেলিভিশন সৈয়দপুর প্রতিনিধি ওবায়দুল ইসলাম, এম আর আলম ঝন্টু, আমিরুজ্জামানসহ অনেকে।
সরকারের দেয়া প্রতিটি ঘর নির্মাণে ব্যয় হয়েছে তিন লাখ, চার হাজার, পাঁচশ টাকা।