ময়মনসিংহের গফরগাঁওয়ে চামড়া শিল্পকে সঠিক সংরক্ষণ এবং বাজারজাত করণ নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। রোববার সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যােগে চামড়া ব্যবসায়ী সঙ্গে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
আসন্ন কোরবানি ঈদে জবাইকৃত পশুর চামড়া প্রক্রিয়াজাতকরণ নিয়ে প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আরিফুল ইসলাম, ব্যবসায়ীদের মধ্যে মো: আতিকুল ইসলাম, সোহরাব উদ্দিন প্রমুখ। প্রশিক্ষণ কর্মশালায় গফরগাঁও বাজারের ৩০ জন চামড়া ব্যবসায়ী অংশগ্রহণ করেন।