পিরোজপুরের ইন্দুরকানীতে ডাচ্ বাংলা ব্যাংক উপশাখা ফিতা কেকে ও দোয়া মোনাজাতের মাধ্যমে শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার শাখার মিলনায়তনে শাখার ব্যবস্থাপক মোঃ আল মামুনের সভাতিত্বে বক্তব্য রাখেন পিরোজপুর ডাচ্ বাংলা ব্যাংকের সদর শাখার ব্যাবস্থাপক মোঃ সামছুদ্দিন আহমেদ, সরকারি ইন্দুরকানী কলেজের প্রভাষক মোঃ জাকারিয়া হোসেন,প্রেসক্লাব সভাপতি এইচ এম ফারুক হোসাইন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও এমইউ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সভাপতি হেলাল উদ্দিন গাজী প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি শাহিদুল ইসলাম, সাধারন সম্পাদক মোঃ মনিরুজ্জামান খান, রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক কে.এম শামীম রেজা, কোষাধ্যক্ষ আরিফুল ইসলাম, সাংবাদিক সাইফুল ইসলাম সহ বাজার ব্যবসায়ী ও গন্যমান্য বক্তিবর্গ। দোয়া মোনাজাত পরিচালনা করেন খন্দকার মুমিন উদ্দিন জামে মসজিদের ইমাম মাওলানা আঃ জলিল হাওলাদার।