নীলফামারীর সৈয়দপুরে হাঁড়ের পুষ্টি সাধনে ভেযজ ওষুধ ও সম্পুরক খাদ্যের উপকারী প্রভাব সম্পর্কিত শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। ৯ জুন শহরের ক্যান্ট বাজার সংলগ্ন বন্ধন কনভেনশন হলে ওই অনুষ্ঠানের আয়োজন ছিল। এতে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রিয়াদ আরফান সরকার রানা। তিনি সেমিনারের শুভ উদ্বোধন করেন। স্বাগত বক্তব্য বলেন, হারবাল প্রডাক্ট, কসমেটিক অ্যান্ড ডায়েটরী সাপ্লিমেন্ট ম্যানুফেকচার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর সভাপতি ড. সাঈদ আহমেদ সিদ্দিকী ও সাধারণ সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন বাদল। বিশেষ অতিথির বক্তব্য বলেন, এশিয়ান টেলিভিশন সৈয়দপুর নীলফামারী প্রতিনিধি ওবায়দুল ইসলাম, হাকীম মাসুদ রানা, কবিরাজ শাহাদাৎ হোসেন, হাকীম আতাউর রহমান, হাকীম গোলাম আজম, হাকীম আনছারুল হক, হাকীম আবদুল হাই, হাকীম রবিউল ইসলামসহ অনেকে। সেমিনারে হারবাল ওষুধ সেবন ও তার উপকারীতা বিষয়ে আলোচনা করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন বাদল। তিনি বলেন আজ হারবাল ঔষধের প্রতি মানুষের আস্থা বেড়েছে। সকল হাকীমদের প্রতি তিনি নির্দেশনা দেন তাদের প্রয়োজনীয় বৈধ কাগজপত্র সঙ্গে রাখার। মানুষের ক্ষতি হয় এমন ওষুধ বর্জন করার। ফার্মেসীতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ না রাখার পরামর্শ দেন।