চারপাশে বিস্তীর্ন ফসলি জমি। আর এরই মাঝখানে জমি কিনে মাটি ভরাট করে বসতবাড়ী নির্মাণ করছেন জনৈক হাফিজা খাতুন। এটি ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার চকরাধাকানাই গ্রামের ইচাইল বিলের চিত্র। এ ঘটনায় স্থানীয় কৃষকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। এ ঘটনার প্রতিবাদ ও কৃষি জমিতে বসতবাড়ী নির্মাণ বন্ধে ভোক্তভোগী কৃষকেরা উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সুত্রে জানাগেছে, উপজেলার ৩নং কুশমাইল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চকরাধাকানাই গ্রামের (পৃর্বপাড়া) চকরাধাকানাই মৌজার ফসলি জমির মাঝখানে হাফিজা আরাইকাটা জমি ক্রয় করে দীর্ঘদিন চাষাবাদ করছিল। হঠাৎ করে রাতারাতি কাঠ ইট মাটি ভরাট করে বাড়ী নির্মাণ কাজ শুরু করে।
হাফিজা খাতুন বলেন, আমার বাড়ি জায়গা নাই, জমি ক্রয় করে বাড়ি নির্মাণ করছি। কৃষক আশরাফ আলী বলেন, স্থানীয় মেম্বার সহ এলাকার সকল কৃষি জমির মালিকগণ ফসলি জমিতে বাড়ি নির্মাণ করলে ফসলি জমির ক্ষতি হবে, বাড়ি নির্মাণ না করার জন্য অনুরুধ করেন। সকলের কথা অগ্র্যহ্য করে বাড়ি নির্মাণের কাজ শুরু করে।
এঘটনায় এলাকার কৃষক সমাজ ফসলি জমি রক্ষার স্বার্থে গত ০৬/০৬/২০২৪ তারিখে উপজেলা নিবার্হী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। বাড়ি নির্মণ কাজ বন্ধ করে ফসলি রক্ষার দাবি জানিয়েছেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাবেরী জালাল বলেন, এই সংক্রান্ত কোনো অভিযোগ আমি পাইনি।