কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অনন্যা ক্লাসিক পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসের চাপায় গুরুতর আহত দিয়া মনি (৯) অবশেষে মারা গেছে। গত শনিবার (৮জুন) বিকাল ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। দিয়া মনির মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন তার সঙ্গে থাকা মামা মো.শামীম মিয়া। নিহত দিয়া মনি উপজেলার মির্জাপুর গ্রামের বজলুল হকের মেয়ে। এর আগে গত শনিবার সকালের দিকে উপজেলার মির্জাপুর বাইপাস মোড়ে ওই বাস চাপায় গুরুতর আহত হয় দিয়া মনি।
এলাকাবাসী সূত্রে জানান, সকাল সাড়ে ৮টার দিকে দিয়ামনি বাড়ি থেকে মির্জাপুর বাইপাস মোড়ের একটি দোকানে কিছু পন্য কিনতে যায়। সেখান থেকে বাড়িতে ফেরার পথে রাস্তা পাড় হওয়ার সময় কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা দ্রুত গতির অনন্যা ক্লাসিক পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে তার মাথায় গুরুতর জখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা আশংকাজনক হওয়ায় কতব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখান থেকে আরও উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় চিকিৎসক। সেখানে নেওয়ার পথে ঢাকা বিমানবন্দর এলাকায় পৌঁছলে দিয়া মনি মারা যায়। পাকুন্দিয়া থানার ওসি আসাদুজ্জামান টিটু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।