মাগুরা জেলা পরিষদের ২০২৪- ২৫ অর্থ বছরের জন্য ৭০ কোটি ৪৯ লক্ষ ৫০ হাজার ১০২ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। রোববার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে সাংবাদিক ও সুধী সমাজের সামনে এ বাজেট ঘোষণা করেন মাগুরা জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু। বাজেটে সরকারি অনুদান ও জেলা পরিষদের নিজস্ব আয়সহ বিভিন্ন প্রকল্প থেকে মোট আয় ধরা হয়েছে ৭০ কোটি ৪৯ লক্ষ ৫০ হাজার ১০২ টাকা। রাস্তাঘাট, ব্রিজ কালভাট, মসজিদ মন্দির সংস্কারসহ সর্বমোট ব্যয় ধরা হয়েছে ৪৯ কোটি ১৩ লক্ষ ২৫ হাজার ৭৭১ টাকা। বাজেটে স্থিতি ধরা হয়েছে ২১ কোটি ৩৬ লক্ষ্য ২৪ হাজার ৩৩০ টাকা। বাজেট অধিবেশনে বক্তব্য রাখেন মাগুরা ২ আসনের সংসদ সদস্য অ্যাড বীরেন শিকদার, মাগুরা ১ আসনের সংসদ সদস্য সাকিব আল হাসানের পিতা মাশরুর রেজা, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান রানা আমি ওসমান রানা, মোহাম্মদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মান্নান ও জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সানিউল কাদির।