সকল চাকরিতে বৈষম্যমূলক কোটা বাতিল করে মেধাভিত্তিক নিয়োগের দাবিতে ঘন্টাব্যাপী ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা।
রোববার বেলা সোয়া ১১টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত পাঁচশতাধিক শিক্ষার্থী এ অবরোধ করেন। এ সময় মহাসড়কের দুই পাশে শতশত যানবাহন আটকে পরলে যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়। বাসযাত্রী মোতালেব হাওলাদার বলেন, পটুয়াখালী থেকে চিকিৎসা নিতে বরিশাল যাচ্ছিলাম। পথে সড়ক অবরোধ করায় প্রচন্ড গরমের মধ্যে এক ঘন্টা আটকে ছিলাম।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শিক্ষার্থী সুজয় শুভ, সিফাত আহমেদ, ভূমিকা সরকার, আনিকা সরকার, মৃত্যুঞ্জয় রায় প্রমুখ। বক্তারা বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলায় কোন শিক্ষার্থীর সাথে বৈষম্য মেনে নেয়া হবেনা। অনতিবিলম্বে আদিবাসী ও প্রতিবন্ধী কোটা বাদে সব বৈষম্যমূলক কোটা বাতিলের দাবি জানাচ্ছি।