স্থানীয় কৃষকের দীর্ঘদিনের দাবি বাস্তবায়নে পাবনার সুজানগরের ঐতিহ্যবাহী গাজনার বিলের কচুরিপানা অপসারণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ মোঃ আবদুল ওহাব তার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে রোববার সকালে গাজনার বিলের অন্তর্গত মতিয়ার বিল এলাকার ক্যানাল থেকে কচুরিপানা অপসারণের মাধ্যমে ওই কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিন ও ইউপি সদস্য সিদ্দিকুর রহমান। ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিন বলেন ঐতিহ্যবাহী গাজনার বিল কচুরিপানায় ঢাকা পড়ায় বছরের পর বছর বিলের আবাদি জমিতে পেঁয়াজ ও ধান আবাদ ব্যাহত হয়ে আসছিল। এতে ক্ষতিগ্রস্ত হয়ে আসছিলেন স্থানীয় কৃষকরা। বিলপাড়ের কৃষকদের দীর্ঘদিনের দাবি ছিল বিল থেকে কচুরিপানা অপসারণ করে ওই জমি চাষাবাদের উপযোগী করা। নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ মোঃ আবদুল ওহাব নির্বাচনী প্রচারণাকালে এলাকাবাসীকে প্রতিশ্রুতি দিয়ে বলেছিলেন নির্বাচনে আমি জয় লাভ করতে পারলে বিল থেকে কচুরিপানা অপসারণ করে চাষাবাদের উপযোগী করা হবে। আর সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষে ওইদিন সকাল ১০টায় তিনি কচুরিপানা অপসারণ কর্মসূচির উদ্বোধন করেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নাজমুল হুদা বলেন টিআর কর্মসূচির আর্থায়নে ওই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।