দিনাজপুরের কাহারোল উপজেলার ৬ টি ইউনিয়নের বিভিন্ন মাঠে বোরো চাষীরা বোরো ধান কাটতে ও মাড়াই করতে ব্যস্ত সময় পার করছেন। রোববার উপজেলার বিভিন্ন মাঠে গিয়ে দেখা গেছে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত বোরো ধানের জমিতে ধান কাটছেন কৃষি শ্রমিকেরা।
কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, কাহারোল উপজেলায় চলতি বোরো মৌসুমে বোরো ধানের লক্ষ্যমাত্রা ছিল ৫ হাজার ৫ শত ৫০ হেক্টর জমিতে। লক্ষ্যমাত্রা অতিক্রম করে আবাদ হয়েছে ৫ হাজার ৬ শত ৫০ হেক্টর জমিতে। কাহারোল উপজেলার বলরামপুর গ্রামের বোরো চাষী মোঃ দুরুল জানান, তিনি এবার ২ একর জমিতে ৮৯ জাতের ধান চাষ করেছেন প্রতি বিঘায় ৫৩ মন করে ধান পেয়েছেন। একই এলাকার চাষী শাজাহান জানান, তার অন্য ধানের চেয়ে ৮৯ জাতের ধান বেশি পেয়েছেন প্রতি বিঘায়। বোরো চাষী শামসুল ইসলাম জানান, তিনি ১ বিঘা জমিতে ৮৯ জাতের ধান পেয়েছেন ৫৪ মন। এবার কাহারোল উপজেলায় বোরো ধানের বাম্পার ফলন হয়েছে।
কাহারোল উপজেলা কৃষি কর্মকর্তা জানান, রোববার পর্যন্ত উপজেলায় ৮৫ ভাগ ধান কর্তন করা হয়েছে। ১ সপ্তাহের মধ্যে শত ভাগ ধান কর্তন যাবে বলে ধারণা করছেন তিনি। কৃষি কর্মকর্তা আরও বলেন, আবহাওয়া অনুকুলে থাকায় এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। কৃষি বিভাগ কৃষকদের সকল প্রকার সহযোগিতা ও পরামর্শ দিয়েছেন। মাঠ পর্যায়ে কৃষি উপসহকারী কর্মকর্তাগণ কৃষকদের সবসময় পরামর্শ দিয়েছেন।