নেছারাবাদে ‘শুভেচ্ছা’ বরিশাল-ব ০৫-০০৮১ নামে একটি যাত্রীবাহি বাসের ধাক্কায় দুইজন মটরসাইকেল আরোহির মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার সকালে স্বরূপকাঠি বরিশাল মহাসড়কের কুনিয়ারি বেইলি ব্রীজের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার জগন্নাথকাঠি গ্রামের মো: সাকিল (২৬), মো: সাইফুল (৩৭)। সাকিল ওই গ্রামের মো: সহিদুল ইসলামের ছেলে। এ ছাড়া সাইফুল একই গ্রামের ফজলুল করিমের ছেলে। সাকিল ও সাইফুল মটরসাইকেল করে বরিশালের উদ্দেশে যাচ্ছিল। তারা কুনিয়ারি বেইলি ব্রীজের উপর উঠলে সামনে থেকে একটি দ্রুতগামী যাত্রীবাহি বাস স্বজোড়ে ধাক্কা দিয়ে মটরসাইকেল সহ তাদের পিসে দেয়। পুলিশ বাসের ড্রাইভারকে আটক করে বাসটি জব্দ করেছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী মো: বাদশা মিয়া বলেন, মটরসাইকেলটি বাসটি দেখে ধীরগতিতে চালিয়ে ব্রীজের উপর উঠে। এ সময় সামনে থেকে যাত্রীবাহি বাসটি দ্রুতগতিতে চালিয়ে এসে তাদের চাপা দেয়। আমরা স্থানীয়রা মিলে শত হাত ইসারা দিয়ে ড্রাইভারকে থামতে বললেও ড্রাইভার তা না শুনে তাদেরকে পিসে ব্রীজের ডাল থেকে অনেকদূর নিয়ে যায়। এ সময় আহতদের উদ্ধার করে নেছারাবাদ হাসপাতালে পাঠিয়েছি।
প্রত্যক্ষদর্শী মো: শহর আলী বলেন, বাসটি দ্রুতগতিতে এসে চলন্ত মটরসাইকেল আরোহীদের চাপা দেয়। মোটকথা বাসের বেপরোয়া গতির কারণে মটরসাইকেল আরোহি দু'জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেন।
স্থানীয় সান্টু সিকদার বলেন, স্বরূপকাঠি বরিশাল লাইনের বেশিরভাগ বাসগুলো বরিশাল থেকে আসার সময় যাত্রী পাওয়ার আশায় পথে সময় নষ্টকরে। পরে টাইম রক্ষার জন্য স্বরূপকাঠির কাছাকাছি এসে বেপরোয়াগতিতে বাস চালায়। একারবনে এ সড়কে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে।
নেছারাবাদ হাসপাতালের কর্তব্যরত ডাক্তার মো: শাহারুখ মল্লিক জানান, হাসপাতালে আনার পূর্বেই ওই দুইজনের মৃত্যু হয়েছে।
নেছারাবাদ থানার উপপরিদর্শক মো: পনির খান সড়ক দুর্ঘটনায় দু'জন নিহত কথা নিশ্চিত করেছন। ঘাতক বাসটি জব্দ সহ ড্রাইভারকে আটক করা হয়েছে। সংশ্লিষ্ট আইনি ব্যবস্থায় মামলার প্রস্তুতি চলছে।