নীলফামারীর সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক মোঃ হামিদুর রহমান শাহ্ অবসর নিয়েছেন। ৮ জুন তার অবসরজনিত বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। এটুর আয়োজন ছিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে।
এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু মোঃ আলেমুল বাসার।
সভার শুরুতেই পবিত্র কুরআন তেলাওয়াত করেন স্বাস্থ্য সহকারী মোঃ আবদুর রাজ্জাক ও পবিত্র গীতা পাঠ করেন সিএইচসিপি বাবুরাম রায়।
বক্তব্য বলেন স্বাস্থ্য সহকারী মোঃ আতাউর রহমান মন্ডল, স্বাস্থ্য সহকারী মোঃ আলতাফ হোসেন সরকার, সিএইচসিপি রুমানা আজাদ, সিনিয়র স্টাফ নার্স অমিতাভ রায়, নার্সিং সুপারভাইজার রেহেনা বেগম, সহকারী স্বাস্থ্য পরিদর্শক মোঃ বরকতউল্লাহ, মেডিকেল টেকনোলজিষ্ট (ইপিআই) মোঃ আবু তাহের সিদ্দিকী,বিদায়ী অতিথি মোঃ হামিদুর রহমান শাহ, তাঁর সহধর্মিনী এবং মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডাঃ মোঃ মোখলেছুর রহমান।
এ সময় বিদায়ী অতিথিকে ক্রেস্ট ও উপহার প্রদান করেন সভার সভাপতি। তার হাতে তুলে দেয়া হয় মোঃ আবু তাহের সিদ্দিকী'র লেখা ২টি কাব্যগ্রন্থ।
অনুষ্ঠান উপস্থাপনা করেন মোঃ আবু তাহের সিদ্দিকী।