চাঁদপুর প্রিমিয়ার ক্রিকেট লীগ ২০২৩-২৪ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ৮ জুন ২০২৪ তারিখে চাঁদপুর প্রিমিয়ার ক্রিকেট লীগ ২০২৩-২৪ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। জেলা ক্রিকেট লিগের ফাইনাল খেলায় প্রথম অংশগ্রহণে প্রথমবার চ্যাম্পিয়ন হয়ে শিরোপা জিতেছে "টিম ডাকাতিয়া"। তারা স্থানীয় আবহানী ক্রীড়া চক্রকে ৩৪ রানে হারিয়ে ড্যাফোডিল চাঁদপুর প্রিমিয়ার ক্রিকেট লিগ শিরোপা জিতে নেয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম (বার), জাহিদুল ইসলাম রোমান, সহ-সভাপতি, চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা, ড. মোঃ সবুর খান, চেয়ারম্যান, ড্যাফোডিল গ্রুপ ও সংশ্লিষ্ট অংশীজন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন চাঁদপুর জেলার ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু। প্রথম বিভাগ জেলা ক্রিকেট লীগে ৮টি দল অংশ নেয় এবার।
ম্যাচ শেষে জেলা প্রশাসক বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।