ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের অরূয়াইলে “মাথা গোজার ঠাই চাই, ঘর চাই বাড়ি চাই” এই স্লোগানকে সামনে রেখে মানববন্ধন করেছে ভূমিহীন ৪২ টি পরিবারের আড়াই শতাধিক নারী পুরূষ। চেয়ারম্যান বলছেন অরূয়াইলে এখনো তিন শতাধিক ভূমিহীন আছে। অনেক চেষ্টা করেছি। কিন্তু প্রশাসনের কোন স্তরই আমার আবেদন রাখেননি। অথচ ২০২২ খ্রিষ্টাব্দের শেষের দিকে এই উপজেলাকে শতভাগ ভূমিহীনমুক্ত ঘোষণা করেছিলেন তৎকালীন ইউএনও মো. আরিফুল হক মৃদুল। শনিবার দুপুরে তারা উপজেলার অরূয়াইল-ধামাউড়া সড়কের পাশে বিভিন্ন ধরণের ব্যানার ফেষ্টুন হাতে দাঁড়িয়ে এই কর্মসূচি পালন করেছেন।
তারা মোহনলাল জিউর মন্দিরের অভ্যন্তরে (আখড়ায়) ভাসমান, অস্বাস্থ্যকর পরিবেশ, ঝুঁকিপূর্ণ অবস্থা তথা মানববেতর জীবন-যাপন থেকে মুক্তি চান। ওই মন্দিরের সভাপতি ও অরূয়াইল বহুমূখী উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বেনী মাধব রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত থেকে তাদের দাবীর সাথে একাত্বতা ঘোষণা করেছেন- বাংলাদেশ হিন্দু জোট ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি জয় শঙ্কর চক্রবর্তী, বাংলাদেশের কমউিনিষ্ট পার্টি সরাইল উপজেলা শাখার সভাপতি দেব দাস সিংহ রায়, উপজেলা পুঁজা উদযাপন কমিটির সভাপতি ঠাকুর ধন বিশ্বাস, সম্পাদক অসীম কুমার ধর, উপজেলা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সম্পাদক অসীম দেব, অরূয়াইল বণিক সমিতির সভাপতি ক্ষিরোধ চন্দ্র গোপ, সাবেক প্রধান শিক্ষক গোপাল চন্দ্র গোপ, মোহনলাল জিউর মন্দির পরিচালনা কমিটির সহসভাপতি ও সাবেক ইউপি সদস্য মনোরঞ্জন দাস, বিশ্বনাথ আচার্য ও সম্পাদক পরেশ চন্দ্র ঘোষ। তারা বলেন, জিউর মন্দিরটি প্রায় সাড়ে তিন একর জায়গার উপর। এর ভেতরে দুটি বড় পুকুর রয়েছে।
স্বাধীনতার পর থেকেই উত্তর দিকের পুকুরের পাড়ে কোন রকমে বাঁশের খুঁটি দিয়ে ঘর করে থাকতেন ভিটে মাটিশুন্য কয়েকটি হিন্দু পরিবার। অরূয়াইলেরই বিভিন্ন এলাকা থেকে অসহায় দরিদ্র ভিটেমাটিহীন পরিবারের বর্তমান সংখ্যা ৪২ এ দাঁড়িয়েছে। পুকুরের তিন পাড়ে তারা গিজাগিজি করে খুবই কষ্টে বসবাস করছেন। ১৫/২০/২৫/৩০/৪০/৫০ বছর ধরে আছেন পরিবার গুলো। মন্দিরের জন্য তারা প্রতি মাসে ৩ শত টাকা করে দিচ্ছেন। ছোট খাট ব্যবসা, মাছ ধরা, শ্রম বিক্রি, রিকশা চালানো, নৌকার মাঝি, ভিক্ষাবৃত্তি এমন কাজ করে জীবিকা নির্বাহ করছেন তারা। বসতঘর খোলা টয়লেট এক সাথে। হাঁটার বা শ্বাস ছাড়ার মত জায়গা নেই। বৃষ্টি হলেই পুকুরের পানি বেড়ে পানিবন্দি হয়ে পড়ে অনেক পরিবার। সম্পর্ণ অস্বাস্থ্যকর পরিবেশে ছেলে মেয়েদেরকেও মানুষ করতে পারছেন না। একেবারে গিজাগিজি ঠাসাঠাসিতে দূর্বীসহ মানবেতর জীবন। এমন করূন অবস্থা থেকে মুক্তি চাই ওই ৪২টি পরিবার। সরকারের কাছে আমাদের নিবেদন এখানকার ভূমিহীন ৪২ টি হিন্দু পরিবারকে মাথার গোজার ঠাই বসতবাড়ি করে দিয়ে তাদেরকে একটু শান্তি ও স্বস্থিতে বাঁচতে সহায়তা করূন। মানববন্ধনে অংশগ্রহণ করা সুবিতা সরকার (৩৭), বন্দনা দাস (৪১), শুভা সূত্রধর (৪০), নারায়ণ মল্লিক (৬৫), নাদু নম (৭০), শংকরী রাণী দেব (৪০), রতন চন্দ্র দেব (৬৫), জনি আচার্য্য, শ্যামল ও অনন্ত সরকার (৮০) বলেন, আর পারছি না। তাই সীমাহীন কষ্টের জীবন থেকে মুক্তি পেতে আজ রাস্তায় দাঁড়িয়েছি। আমাদেরকে জায়গা ও ঘর দিয়ে স্বাভাবিক ভাবে বাঁচার সুযোগ দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তথা প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার কাছে জোর আবেদন রাখছি। অরূয়াইল ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, তারা শতভাগ প্রকৃত ভূমিহীন। আমি শুধু এখন নয়। আরো ৫-৬ বছর আগেও তাদেরকে ভূমিহীন সনদ দিয়েছি। ইউনিয়ন ভূমি অফিস থেকে এসিল্যান্ড ও জেলা প্রশাসক মহোদয়ও তদন্ত করে সত্যতা পেয়েছেন। তাদেরকে আশ্রয়ণ প্রকল্পে স্থান দিতে আমি প্রশাসনের সকলের কাছেই তাদের জন্য আকুতি জানিয়েছি। কিন্তু কোন পাত্তা পায়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবা উল আলম ভূঁইয়া বলেন, আশ্রয়ণ প্রকল্পের যে ঘর গুলো শুন্য পড়ে আছে। সেই ঘরের বরাদ্ধ বাতিল করে তাদেরকে যাচাই বাচাই করে সেখানে পর্যায়ক্রমে ঘর দেয়া যাবে। এটি সময় সাপেক্ষ ব্যাপার। একটু ধৈর্য্য ধরতে হবে।