স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় গাজীপুরের কালীগঞ্জে ভূমিসেবা সপ্তাহ ২০২৪ উদ্বোধন করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন উর্মি'র সভাপতিত্বে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধনী ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সহকারী কমিশনার (ভূমি) জানান, কালীগঞ্জ উপজেলা ভূমি অফিসসহ স্থানীয় ৪টি ইউনিয়ন ও একটি পৌর ভূমি অফিসে আগামী ১৪ জুন পর্যন্ত সেবা কর্মসূচি চলবে। ভূমি সংক্রান্ত সেবাগুলোর মধ্যে ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, মৌজা ম্যাপ, খতিয়ান প্রদানসহ ভূমি সংক্রান্ত অন্যান্য সেবা দেয়া হবে। সেবা প্রার্থীদের সহযোগিতার জন্য তথ্য কাম-সেবা বুথ স্থাপন করা হয়েছে। এছাড়াও বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসায় কুইজ ও বিতর্ক প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে। যাতে করে শিক্ষার্থীরা আগে থেকেই ভূমি সংক্রান্ত বিষয়ে জানতে পারে।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, ভূমি সেবা প্রত্যাশী, স্থানীয় গণমাধ্যমকর্মীসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।