দিনাজপুরের বিরলে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ, থ্যালাসেমিয়ায় আক্রান্ত ৫৮ জন রোগীর মাঝে ২৯ লাখ টাকার চেক এবং ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচীর আওতায় ৪ জন ভিক্ষুককে ব্যাটারিচালিত অটোচার্জার ভ্যান প্রদান করা হয়েছে।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি সুফলভোগিদের হাতে চেক ও অটোর্চাজার ভ্যানগাড়ী তুলে দেন।
বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় বিরলে ক্যান্সার রোগে আক্রান্ত ৩৫ জন, কিডনি রোগে আক্রান্ত ৫ জন, স্ট্রোকে প্যারালাইজড এ আক্রান্ত ১০ জন, থ্যালাসেমিয়ায় আক্রান্ত ৪ জন এবং জন্মগত হৃদরোগে আক্রান্ত ৪ জনসহ মোট ৫৮ জনকে চিকিৎসা বাবদ জনপ্রতি ৫০ হাজার টাকা করে মোট ২৯ লাখ টাকার চেক বিতরন করা হয়েছে। এছাড়াও ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচীর আওতায় ৪ জন ভিক্ষুককে ৪ টি ব্যাটারিচালিত অটোচার্জার ভ্যান প্রদান করা হয়।
শনিবার উপজেলা পরিষদের কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা বহ্নি শিখা আশা এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ, বিরল থানার অফিসার ইনচার্জ গোলাম মাওলা শাহ্, উপজেলা সমাজসেবা অফিসার আনিসুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর, সাধারন সম্পাদক রমাকান্ত রায়, ভাইস চেয়ারম্যঅন তোফাজ্জল হোসেন তোফা, মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা বেগম সোনা প্রমুখও উপস্থিত ছিলেন।
পরে বিরল উপজেলা মডেল মসজিদে প্রধান অতিথি নৌপরিহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি যোহরের সালাত আদায় করেন এবং সুষ্ঠ্যভাবে যেন হজ্ব পালন করতে পারেন এজন্য বাদ জোহর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বিরল কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওঃ মোঃ মনসুর আলী।