রাজশাহীর তানোর উপজেলা ক্যাম্পাসের ভিতরে গাছে উঠে জাম পাড়ার সময় গাছ থেকে পড়ে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। ওই কিশোরের নাম জয়নাল আবেদীন (১২)। বাড়ি তানোর পৌর সদরের শিতলীপাড়া গ্রামে। তার পিতার নাম আবদুল করিম।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত জয়নাল সকালে তার বাবা-মায়ের সাথে উপজেলা ক্যাম্পাসের ভেতরে জাম পাড়তে একটি গাছে উঠে। পরে এডাল থেকে ওডাল পার হতে গিয়ে ডাল ভেঙে মসজিদের ছাঁদের ওপরে পড়ে। এতে তার মাথা ফেটে নাক মুখ দিয়ে রক্ত খরন হয়। এতে ঘটনাস্থলেই জ্ঞান শূন্য হয়ে যায়। তৎক্ষনাৎ ঘটনাস্থল থেকে জয়নালকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়।
এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তার বেগতিক অবস্থা লক্ষ্য করে তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে রাজশাহী মেডিকেল হাসপাতালে নেয়ার পরপরই তার মৃত্যু হয়। নিহত জয়নালের এমন অকাল মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রহিম বলেন, নিহতের পরিবার থেকে এমন মৃত্যুর খবর পাওয়া যায়নি। খবর পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।