রংপুরের পীরগঞ্জের চতরা হাটে ভেজাল ভুষি তৈরী করে মাত্র দু বছরেই কোটিপতির তালিকায় নিজেকে স্থান করে নিয়েছে জিয়াউর রহমান মন্ডল জিয়া। সে সদ্র এমপিওভুক্ত চতরা মহিলা কলেজের ব্যবস্থাপনা বিষয়ের প্রভাষক এবং গিলাবাড়ি গ্রামের সোলায়মান মন্ডলের ছেলে।
চতরা হাটের আলহাজ্ব কুদ্দুস ভিলার নীচতলায় একটি গোডাউনসহ আশেপাশের আরও ২টি গোডাউন ভাড়া নিয়ে দু’বছর পুর্বে সে ভেজাল ভুষি তৈরীর কারখানা গড়ে তোলে। বসুন্ধরা কোম্পানীর ১ থেকে দে’ড়শ বস্তা গমের ভুষি নিয়ে এসে গুদামে প্রদর্শনের জন্য রেখে দিয়ে ওগুলোতে ধানের গুড়া.কাঠের গুড়া মিশিয়ে পৃথক খালি বস্তায় ভর্তি করে তা বাজারজাত করে। চতরা হাটের খাস জায়গা দখল করে নিয়ে সেখানে হাস্কিং মিল স্থাপন করে কাঙ্গুর পাড়া গ্রামের আবদুর রশিদ। সেখানে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে জিয়ার সংগ্রহ করা ধানের গুড়া মিহি করে দেয়ার দায়িত্ব পালন করতো আবদুর রশিদ। ওই ধানের গুড়া,কাঠের গুড়া,ময়দা ও চালের কুড়া গুড়া করে গুদামের ভেতর কয়েকজন লেবারের দ্বারা শতশত বস্তা পৃথক কোয়ালীটির ভুষির বস্তা তৈরীর পর তা বসুন্ধরা কোম্পানি নামক বস্তায় প্যাকেটজাত করে অপেক্ষাকৃত কম মুল্যে মেসার্স তুনা-তিশা ট্রেডার্স এর নামে বাজারজাত করতো জিয়া। এতে তার ভুষির চাহিদা দিনের পর দিন বাড়তে থাকে। এভাবে গত দু বছরে সে নিজেকে কোটিপতির তালিকায় স্থান করে নেয়। বাবা গিলাবাড়ি গ্রামের সোলায়মান মন্ডল একজন সুদখোর মহাজন। দরিদ্র পরিবারের সন্তান জিয়া স্বল্প সময়ের ব্যবধানে কোটিপতি বনে যাওয়ায় সে বেসামাল হয়ে যায়।
চতরা এলাকায় সে দম্ভ করে বলে বেড়াতো আমি হে কোটিপতি। নিজেকে সামলাতে পারেনি। গত সোমবার দুুপুরে ভেজাল গো-খাদ্য তৈরীর গোডাউনে চালের গুড়া. ধানের গুড়া, কাঠের গুড়া, সুজি, ময়দা মিশ্রণে বসুন্ধরা কোম্পানীর ১ নং গমের ভুষির তৈরীর ফুটেজ ও তত্ত্ব সংগ্রহ করতে যায় পীরগঞ্জের মাইটিভির রংপুর প্রতিনিধি মাহমুদুল হাসান, এশিয়ান টিভির উপজেলা প্রতিনিধি মিনহাজুল ইসলাম মিলন ও বায়ান্নর আলোর সংবাদদাতা মিফতাহুল ইসলাম। এ সংবাদ শ্রবনে তার মাথায় বাজ পড়ে যায়। সে নিজেকে সামলাতে না পেরে ঘটনাস্থলে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। বার বার সে বলতে থাকে তোরা এখানে কেনো আসলি ? একপর্যায়ে সে কারখানায় কর্মরত শ্রমিকদের সাথে নিয়ে লোহার পাইপ দিয়ে সাংবাদিকদের পেটাতে থাকে। একপর্যায়ে তাদের গুদামে অবরুদ্ধ করে ক্যামেরা, মোবাইল, স্বর্ণালংকার ও নগদ অর্থ কেড়ে নেয়। এ সংবাদ শ্রবনে আশপাশের লোকজন ও পীরগঞ্জ থেকে সাংবাদিকরা গিয়ে অবরুদ্ধ সাংবাদিক ৩ জনকে উদ্ধার করে। ততক্ষনে স্থানীয় লোকজনের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রনের বাইরে চলে যাওয়ায় অবস্থা বেগতিক দেখে জিয়া সেখান থেকে দ্রুত সটকে পড়ে। এলাকার ভুক্তভোগী ক্ষতিগ্রস্থ খামারীরা তার উপর অনেকেই ক্ষুব্ধ। এ কারণে চতরা এলাকায় এখনও চরম উত্তেজনা বিরাজ করছে। অভিযুক্ত জিয়ার শ্যালক জুয়েলকে পুলিশ গ্রেপ্তার করেছে। জিয়া এখনও পলাতক। এদিকে সাংবাদিকরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবিতে মানব বন্ধনসহ নানা কর্মসূচি পালন করছে।