সড়ক নিরাপত্তায় হাজার হাজার কোটি টাকার প্রকল্প, শত শত সুপারিশ, টাস্কফোর্স- কিছুই কাজে আসছে না। সরকারি হিসাবেই আগের বছরের প্রথম তিন মাসের চেয়ে এ বছর দুর্ঘটনা ৪৪ শতাংশ এবং প্রাণহানি ৩০ শতাংশ বেড়েছে। প্রায় প্রতিটি দুর্ঘটনার পর গাড়ি কিংবা সড়কের ত্রুটি সামনে আসছে। সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ), সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ), হাইওয়ে পুলিশসহ সরকারের নানা সংস্থা অনিয়ম রোধে থাকলেও আগেভাগে ত্রুটি ধরা পড়ে না। দেশে গত বছর সড়ক দুর্ঘটনায় যত মানুষের মৃত্যু হয়েছে, তাঁদের ১৬ শতাংশ শিক্ষার্থী। তবে শুধু রাজধানী ঢাকার হিসাব বিবেচনায় নিলে এই হার ৪০ শতাংশ। অর্থাৎ গত বছর রাজধানীতে সড়ক দুর্ঘটনায় যত মানুষ মারা গেছেন, তার ৪০ শতাংশই ছিলেন শিক্ষার্থী। সরকারের নীতিনির্ধারকদের মনোযোগও মূলত ঢাকাকেন্দ্রিক। এরপরও রাজধানীতে কেন সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীদের মৃত্যুর ঘটনা আগের চেয়ে বেড়েছে, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, দেশে গত ৪ মাসে সড়ক দুর্ঘটনায় ৩৪৭ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। অর্থাৎ গত চার মাসে দিনে গড়ে তিনজন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে সড়কে। অন্যদিকে চলতি বছরের প্রথম চার মাসে রাজধানীতে ১২৪টি দুর্ঘটনায় মারা গেছেন ৯৩ জন। এর মধ্যে শিক্ষার্থী ২৭ জন। রাস্তা পার হতে গিয়ে ও মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষার্থীদের মৃত্যুর ঘটনা বেশি। ২০১৮ সালে শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে ট্র্যাফিক ব্যবস্থার উন্নয়ন এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে উচ্চপর্যায়ের একটি কমিটি করা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের তৎকালীন মুখ্য সচিবের নেতৃত্বে গঠিত ওই কমিটি ১৭টি নির্দেশনা দিয়েছিল। এসব নির্দেশনার বেশির ভাগ সড়কের শৃঙ্খলার সঙ্গে সংশ্লিষ্ট নিয়মিত কার্যক্রমের অংশ। কিন্তু এগুলো কাগজে-কলমেই আটকে আছে, বাস্তবায়নের উদ্যোগ নেই বললেই চলে। সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীদের মৃত্যুর ঘটনায় এটা স্পষ্ট যে সড়ক নিরাপদ করার কথা সরকার মুখে যেভাবে বলছে, বাস্তবে সে রকম কোনো পদক্ষেপ নিচ্ছে না। নিরাপদ সড়ক করতে সরকারের দেওয়া প্রতিশ্রুতি গুলো বাস্তবায়ন করা খুব দ্রুত প্রয়োজন। কেননা শিক্ষার্থীরা আগামী দিনের দেশ গড়ার কারিগর। তাদের দ্বারা দেশ চলবে, দেশ উন্নত সমৃদ্ধশীল হবে। কিন্তু এমন অনাকাক্সিক্ষত দুর্ঘটনায় মেধাবী শিক্ষার্থীরা প্রাণ হারালে আগামীতে দেশ গড়ার কারিগর কারা হবে? এমন মর্মান্তিক দুর্ঘটনায় আর কোনো শিক্ষার্থী অকাল মৃত্যুর মুখে না পড়ার আগেই সরকার ওই বিষয়ে উদ্যোগী হতে হবে। যেসব কারণে এমন দুর্ঘটনা গুলো ঘটে থাকে সেসব কারণ গুলো চিহ্নিত করে আইন ধারা নিয়ন্ত্রণ করতে হবে। যারা আইনের অপব্যবহার করে তাদের ব্যাপারে কঠোর হোন। বিনিময়ে মায়ের সন্তানকে মায়ের বুকে পিরিয়ে দিন, দেশকে এগিয়ে নিন।